বালুরঘাট: রাজ্যে বিজেপির গুরুদায়িত্ব তাঁর কাঁধে। সাংগঠনিক কাজে মাসের বেশির ভাগ সময়ই বাড়ি ও নিজের শহরের বাইরে থাকতে হয়৷ ঘুরে বেড়াতে হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। যোগ দিতে হয় বিভিন্ন কর্মসূচিতে। নিজের এলাকায় থাকার খুব বেশি সময় এখন আর তিনি পান না। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণের ঘোষণা হয়েছে৷ রবিবার সকালেই কলকাতা থেকে বালুরঘাটের বাড়ি ফিরেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। রবির সন্ধ্যায় দলীয় কোনও কর্মসূচি ছিল না তাঁর। অনেক দিন পর বাড়ি এসে এলাকার পরিচিতদের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়েন তিনি। পাড়ার দোকানে চা খান। তার পর পায়ে হেঁটে এলাকা ঘুরেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি।
দীর্ঘ দিন পর বালুরঘাট শহরে সুকান্ত। শেষ কবে সন্ধ্যাবেলায় পায়ে হেঁটে নিজের শহরে ঘুরেছেন তা মনে নেই বিজেপির রাজ্য সভাপতির। তাই বাড়ি থেকে বেরিয়ে রবিবার সন্ধ্যায় তিনি চলে আসেন বালুরঘাট থানা মোড়ে। সেখানে একটি চায়ের দোকানে জমিয়ে আড্ডা দেন। চা খেতে খেতে পরিচিতদের খোঁজ খবর নেন। এমনকি বাচ্চাদের সঙ্গেও মজা করতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। সাধারণ মানুষের পাশাপাশি চায়ের আড্ডায় উপস্থিত ছিল দলীয় কর্মী-সমর্থকরা। চায়ের দোকানে আড্ডা দেওয়ার পর বালুরঘাট শহরের সরোজ রঞ্জন সেতুতে যান। সেখানে কিছুক্ষণ আড্ডা দেন। তার পর তিনি মঙ্গলপুর এলাকায় অবস্থিত বিজেপির টাউন কার্যালয়ে যান। সেখানে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন। এমনকি রাস্তা দিয়ে আসার সময়ও একাধিক পরিচিতদের খোঁজখবর নেন সুকান্ত মজুমদার।
এ বিষয়ে সুকান্ত বলেছেন, “আমি হেঁটে বেরিয়েছি। বহু দিন পর সময় পেয়েছি। তাই হাঁটতে শুরু করলাম। আমি স্থানীয় মানুষ। অনেকের সঙ্গে দেখা হল। খোঁজ খবর নিলাম।”