CM Mamata Banerjee: সবলা মেলায় নেই মমতার ছবি, সোশ্যাল মিডিয়ায় শোরগোল হতেই তৃণমূল বলছে…

Rupak Sarkar | Edited By: জয়দীপ দাস

Jan 09, 2025 | 10:26 PM

CM Mamata Banerjee: যদিও খোঁচা দিতে ছাড়েনি পদ্ম শিবির। সুযোগ পেয়ে তৃণমূলকে ছেড়ে কথা বলতে নারাজ তারা। বিজেপি নেতাদের দাবি, আসলে এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলেরই বহিঃপ্রকাশ। নেতাদের সকলে নাকি আমন্ত্রণও পাননি অনুষ্ঠানে।

CM Mamata Banerjee: সবলা মেলায় নেই মমতার ছবি, সোশ্যাল মিডিয়ায় শোরগোল হতেই তৃণমূল বলছে…
বিতর্ক শুরু হতেই তড়িঘড়ি উদ্যোগ
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বালুরঘাট: সবলা মেলায় দেখা যাচ্ছিল না মুখ্যমন্ত্রীর ছবি। তা নিয়েই তীব্র বিতর্ক দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই ঘাসফুল শিবিরের একাংশই এ নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই নড়েচড়ে বসে প্রশাসন। বৃহস্পতিবার রাতেই নেওয়া হয় উদ্যোগ। জেলা প্রশাসনের পাশাপাশি শাসকদলের উদ্যোগে শুরু হয়ে যায় ছবি লাগানোর তোড়জোড়। 

জেলা তৃণমূলের নেতাদের একাংশের দাবি, খুব অল্প সময়ের মধ্যে মেলার আয়োজন করা হয়েছে। বেশ কিছুদিন ধরে মেলা হওয়ার কথা ছিল। কিন্তু, নানা সমস্যার জন্য মেলা শেষ পর্যন্ত দেরিতে শুরু হয়েছে। ফলে উদ্যোক্তাদের হাতে সময় খুবই কম ছিল। তাড়াহুড়োতেই হয় ভুল করে মুখ্যমন্ত্রীর ছবি বাদ চলে গিয়েছে। 

যদিও খোঁচা দিতে ছাড়েনি পদ্ম শিবির। সুযোগ পেয়ে তৃণমূলকে ছেড়ে কথা বলতে নারাজ তারা। বিজেপি নেতাদের দাবি, আসলে এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলেরই বহিঃপ্রকাশ। নেতাদের সকলে নাকি আমন্ত্রণও পাননি অনুষ্ঠানে। প্রসঙ্গত, বুধবার বিকালে বালুরঘাট হাইস্কুল মাঠে সবলা মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। সঙ্গে ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। 

Next Article