বালুরঘাট: অনেকদিন ধরেই বাড়িতে অবৈধ ভাবে কেরোসিন তেল মজুত ও বিক্রির কারবার চলছিল। কিন্তু কোনও ভাবেই বিষয়টি প্রকাশ্যে আসছিল না। এরপর অভিযান চালায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় প্রায় ৪ হাজার লিটার কেরোসিন তেল।
ঘটনাস্থান বালুরঘাটের মঙ্গলপুর কেজি স্কুলপাড়া। আজ সেখানে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার লিটার কেরোসিন তেল বাজেয়াপ্ত করে পুলিশ ৷ দুপুরে নাগাদ বালুরঘাট থানার পুলিশ (Balurghat Police station) ও জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ যৌথ ভাবে মঙ্গলপুর কেজি স্কুলপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এরপরই উদ্ধার হয় প্রায় ৪ হাজার লিটার কেরোসিন তেল ।অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ওই অবৈধ কেরোসিন কোথা থেকে আসত এবং তা কোথায় বিক্রি করা হত তা খতিয়ে দেখছে পুলিশ।
বালুরঘাট বাস স্ট্যান্ড (Bbalurghat Bus Stand) থেকে চলাচল করা বেশিরভাগ যাত্রীবাহী বাস কেরোসিন তেলেই চলাচল করে। কিন্তু এর কারণে যথেষ্ঠ পরিবেশ দূষিত হয়। নষ্ট হয়ে যায় পরিবেশের ভারসাম্য। পাশাপাশি সমস্যায়ও পড়ছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।
এরপর আজ অবৈধ ভাবে কেরোসিন তেল সরবরাহকারী রবি সরকারকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, রবি পেশায় গাড়ির চেন সারায়। আজ দুপুরে অভিযুক্তের বাড়িতে একযোগে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ ও পুলিশ। উদ্ধার হয় বড় ১৬ টি ড্রাম সহ ছোট একাধিক জার। যাতে মজুত ছিল প্রায় ৪ হাজার কেরোসিন তেল ৷
এদিকে গত আগস্ট মাসেও পুলিশ অভিযান চালিয়ে শহরের আর্য্য সমিতি এলাকায় প্রায় সাড়ে তিন হাজার লিটার কেরোসিন তেল বাজেয়াপ্ত করেছিল।
উল্লেখ্য, আজই জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে গাঁজা পাচারের খবর মেলে। আর মাদক পাচার করছিলেন খোদ কারারক্ষী। ইতিমধ্যেই মফিজুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে বারোটি গাঁজার প্যাকেট উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
অভিযোগ,মফিজুদ্দিনের এই কারবার আজকের নয়। দীর্ঘদিন ধরেই সে সংশোধনাগারে এই কাজের সঙ্গে যুক্ত ছিল। এরপর আজ দুপুরে জেলের নিরাপত্তা রক্ষীরা তাকে হাতে-নাতে ধরে জেল কর্তৃপক্ষর হাতে তুলে দেয় । পরে জেলের পক্ষ থেকে কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। ঘটনার তদন্তে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি অর্ঘ্য সরকার ও অন্যান্য পুলিশ আধিকারিকেরা। তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: South Dinajpur: কালীপুজোর পুলিশি বৈঠকে ‘এন্ট্রি’ কেবল তৃণমূল নেতার! তুমুল বিতর্ক