Trinamool Leader: ভূমিহীন থেকে কোটি টাকার মালিক, নেপথ্যে বড় ‘রহস্য’, জেলা তৃণমূল চেয়ারম্যানের নামে ‘বিতর্কিত’ পোস্টার

Trinamool Leader: বর্তমান তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান পদে রয়েছে কুমারগঞ্জ ব্লকের ডাঙারহাটের বাসিন্দা নিখিল সিংহ রায়৷ তাঁর নামেই পড়েছে পোস্টার।

Trinamool Leader: ভূমিহীন থেকে কোটি টাকার মালিক, নেপথ্যে বড় ‘রহস্য’, জেলা তৃণমূল চেয়ারম্যানের নামে ‘বিতর্কিত’ পোস্টার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2022 | 8:54 PM

গঙ্গারামপুর: ভূমিহীন থেকে কোটি টাকার সম্পত্তির মালিক তৃণমূল নেতা (Trinamool Leader)। কীভাবে টাকা তুলছেন সামনে এল সেই কাহিনী। পোস্টারের মাধ্যমে প্রায় জীবন কুন্ডুলি তুলে ধরা হল ওই তৃণমূল নেতার৷ বৃহস্পতিবার গঙ্গারামপুর থানার ফুলবাড়ি সহ বেশ কিছু এলাকায় দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নিখিল সিংহ রায়ের বিরুদ্ধে এমনই বিতর্কিত পোস্টার পড়ল৷ পোস্টারের নীচে সৌজন্যে লেখা আমি একজন তৃণমূল কংগ্রেসের সক্রীয় কর্মী। এদিন এই পোস্টার নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল জেলার রাজনৈতিক মহলে। খবর পাওয়া মাত্রই স্থানীয় তৃণমূল নেতৃত্বরা পোস্টারগুলি খুলে দিয়েছেন বলে জানা যাচ্ছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। যদিও বাম ও বিজেপির অভিযোগ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এমন পোস্টার পড়েছে। যদিও তৃণমূলের অভিযোগ জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরীর বাড়ি সংলগ্ন এলাকায় এই পোস্টার পড়েছে। তাঁদের স্পষ্ট অভিযোগ এই নোংরা রাজনীতি করছে বিজেপি। পোস্টারে যা লেখা রয়েছে সব মিথ্যে। 

বর্তমান তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান পদে রয়েছে কুমারগঞ্জ ব্লকের ডাঙারহাটের বাসিন্দা নিখিল সিংহ রায়৷ বছর দেড়েক আগে তিনি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের দায়িত্ব পান৷ এই নিখিল সিংহ রায়ের নামেই এদিন গঙ্গারামপুর ব্লক ও কুমারগঞ্জ বিধানসভা এলাকার ফুলবাড়ী এলাকায় একাধিক বিতর্কিত কথা লেখা পোস্টার দেখতে পাওয়া যায়। ফুলবাড়ি এলাকার আজগর আলি নামে এক স্থানীয় বাসিন্দার সারের দোকানের সামনে রাতের অন্ধকারে কেউ বা কারা এই বির্তকিত পোস্টারগুলি লাগিয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও সকালে স্থানীয় সারের দোকানের মালিক আজকের আলী তা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বদের জানান বলে খবর। তড়িঘড়ি খুলে দেওয়া হয় পোস্টারগুলি৷ সূত্রের খবর, বির্তকিত পোস্টারে নিখিল সিংহ রায় কবে ভারতে আসেন। কবে তিনি তৃণমূলে যোগ দেন। কত সম্পত্তির মালিক সেই সব লেখা ছিল এই পোস্টারে। বিষয়টি জানাজানি হতেই দক্ষিণ দিনাজপুর জেলায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

এদিকে তৃণমূল নেতার নামে পোস্টার পড়তেই মুখ খুলতে দেখা গিয়েছে বাম ও বিজেপির নেতৃত্বদের। নিজেদের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি। জেলার কুমারগঞ্জে এখন দুটি গোষ্ঠী। তার জেরেই এক গোষ্ঠী এমনটা করেছে। এমন নোংরা রাজনীতি বিজেপি করে না বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। তবে তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকারের স্পষ্ট দাবি এটি বিজেপির কাজ। রাতের অন্ধকারে নয় দিনের আলোতে রাজনীতি করুক বিজেপি। পোস্টারে যা লেখা রয়েছে তা মিথ্যে ও ভিত্তিহীন। অন্যদিকে এবিষয়ে জেলা তৃণমূলের চেয়ারম্যান নিখিল সিংহ রায় বলেন, “সামনে পঞ্চায়েত ভোট আসছে। এমন করে ভোটের বৈতরণি পার করার চেষ্টা করছে বিরোধীরা৷” তাঁর সাফ দাবি, এই ঘটনায় দলীয় কোনও ব্যাপার নেই৷