Deadbody Recover: মৃতদেহ সৎকার করতে গিয়ে পুকুরে ডুবে গেলেন যুবক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 24, 2022 | 8:44 AM

Balurghat: জানা গিয়েছে, কিষাণ সিং বালুরঘাট পুরসভার অস্থায়ী কর্মী৷ তিনি পুরসভার ই-রিক্সা চালাতেন। সকালে তিনি পুরসভার কাজ করেন।

Deadbody Recover: মৃতদেহ সৎকার করতে গিয়ে পুকুরে ডুবে গেলেন যুবক
(নিজস্ব চিত্র)

Follow Us

বালুরঘাট: মৃতদেহ সৎকার করে পুকুরে স্নান করার সময় জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল পুরসভার এক অস্থায়ী কর্মীরা৷ রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের কুন্ডু কলোনি এলাকায়। মৃতের নাম কিষাণ সিং(৩৫)। বাড়ি কুণ্ডু কলোনি এলাকাতেই।

এ দিকে, পুকুরের জলে তলিয়ে যাওয়ার খবর পেতেই ঘটনাস্থলে যায় বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি বিপুল কান্তি ঘোষ। পৌঁছয় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। উদ্ধারকারীরা দেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে৷

কী ঘটেছে?

জানা গিয়েছে, কিষাণ সিং বালুরঘাট পুরসভার অস্থায়ী কর্মী৷ তিনি পুরসভার ই-রিক্সা চালাতেন। সকালে তিনি পুরসভার কাজ করেন। এরপর দুপুরে পরিচিত এক বৃদ্ধের মৃতদেহ সৎকার করতে শ্মশানে গিয়েছিলেন। সেখান থেকে ফিরতে প্রায় বিকেল হয়ে যায়। বাড়ি ঢোকার আগে তিনি বাড়ির পাশে পুকুরে স্নান করতে নামেন। পুকুরে নেমে সাঁতারও কাটেন৷ এরপরই হাত দেখাতে থাকেন। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে স্থানীয় কয়েকজন যুবক পুকুর নেমে খোঁজাখুঁজি করেন৷ তবে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।

এ দিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ৷ পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে ঘটনাস্থলে আসে উদ্ধারকারীরা৷ তাঁরা এসে পুকুর থেকে পুরসভার অস্থায়ী কর্মীর নিথর দেহ উদ্ধার করেন। এ দিকে, দেহ উদ্ধার করার পর সঙ্গে সঙ্গে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসলেও কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷

এবিষয়ে প্রত্যক্ষদর্শী সম্রাট মালাকার বলেন, ‘পুকুরে তলিয়ে যাচ্ছে দেখতে পেয়েই আমরা কয়েকজন পুকুরের জলে ঝাঁপ দিই। উদ্ধারের সব রকম চেষ্টা করি। তবে উদ্ধারে ব্যর্থ হই৷ পরে উদ্ধারকারী এসে দেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায়৷’

Next Article