Theft in Balurghat: ডাক্তার দেখাতে কলকাতায় পরিবার, পুলিশের নাকের ডগাতেই হয়ে গেল লক্ষাধিক টাকার চুরি

Rupak Sarkar | Edited By: সোমনাথ মিত্র

May 15, 2023 | 5:34 PM

Theft in Balurghat: বালুরঘাট থানার ঢিল ছোঁড়া দূরত্বে চুরির ঘটনা ঘটায় পুলিশি ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন। উদ্বেগের বাতাবরণ গোটা এলাকায়।

Theft in Balurghat: ডাক্তার দেখাতে কলকাতায় পরিবার, পুলিশের নাকের ডগাতেই হয়ে গেল লক্ষাধিক টাকার চুরি
এখনও কাউকে ধরতে পারেনি পুলিশ

Follow Us

বালুরঘাট: পরিবারের সকলেই ডাক্তার দেখাতে কলকাতায় (Kolkata) গিয়েছেন। বাড়ি পুরো ফাঁকা। আর সেই সুযোগেই বালুরঘাট (Balurghat) থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চুরির (Theft) ঘটনা ঘটল। শুক্রবার সকালে চুরির বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের। দেখা যায় বালুরঘাট শহরের শিবতলী এলাকার পরেশ চন্দ্র মন্ডলের বাড়ির দরজা ও আলমারি ভাঙা। ঘরের সবকিছু তছনছ করা হয়েছে। সকলেই বুঝে যান, চুরি হয়ে গিয়েছে ওই বাড়িতে। খবর দেওয়া হয় পরেশচন্দ্র মণ্ডলকে৷ তিনি ও তার পরিবার কলকাতায় থাকায় তাঁর ভাই ঘটনাস্থলে আসে। 

বাড়িতে থাকা প্রায় ৪-৫ হাজার টাকা ও ২-৩ ভরি সোনার গয়না চুরি গিয়েছে বলে প্রাথমিক অনুমান। সব মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস চুরি গিয়েছে বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা। তবে বাড়ির মালিক আসার পরই ঠিক কী কী চুরি গিয়েছে এবং নগদ কত টাকা হাতিয়ে নেওয়া হয়েছে তা পরিস্কার করে বলা সম্ভব বলে পরেশবাবুর ভাই রঞ্জন মণ্ডল জানিয়েছেন৷ 

তিনি বলেন, “ওরা ডাক্তার দেখাতে গিয়েছে কলকাতায়। এখন জানতে পারি কালকে রাতে বাড়িতে চোর ঢুকেছিল। প্রতিবেশীরাই প্রথম ঘটনার কথা জানান। দরজা খোলা দেখে তাঁদের সন্দেহ হয়। ওরাই দাদাকে ফোন করে ঘটনার কথা জানান। তারপর দাদা আমাকে ফোন করেন। আমি আসি।”  

এদিকে বালুরঘাট থানার ঢিল ছোঁড়া দূরত্বে চুরির ঘটনা ঘটায় পুলিশি ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন। উদ্বেগের বাতাবরণ গোটা এলাকায়। চুরির বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের। 

Next Article