Farmer Suicide: বৃষ্টির দেখা নেই, বাড়ছে ঋণের বোঝা, বাধ্য হয়ে মর্মান্তিক পথ বাছলেন কৃষক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 10, 2022 | 2:36 PM

Balurghat: স্থানীয়দের প্রাথমিক অনুমান, তপন ব্লক এমনিতেই খরা প্রবণ। কম বৃষ্টিতে ভুগতে হয় চাষীদের। চলতি বছরেও দেখা নেই বৃষ্টির।

Farmer Suicide: বৃষ্টির দেখা নেই, বাড়ছে ঋণের বোঝা, বাধ্য হয়ে মর্মান্তিক পথ বাছলেন কৃষক
কৃষকের মৃত্যু (নিজস্ব চিত্র)

Follow Us

তপন: স্বল্প বৃষ্টি, ফলশ্রুতি তীব্র জলকষ্ট। জমিতে নেই পর্যাপ্ত ফলনও। চাষের জন্য নেওয়া ঋণ শোধ হবে কীভাবে? প্রশ্নের উত্তর পাননি পেশায় কৃষক রামকৃষ্ণ মণ্ডল। তাই শেষমেশ আত্মহত্যার পথই বেছে নিলেন তিনি।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন এলাকার রামপুর সিরাহলে। পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আপাতত ঘটনার তদন্ত করছেন তপন থানার অধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিজনদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি বরাবরই পেশায় কৃষক। ধান সহ বিভিন্ন চাষ করেই চলে সংসার। শনিবার বাড়ির সামনের একটি আমগাছে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। তারাই খবর দেন স্থানীয় তপন থানার অন্তর্গত রামপুর পুলিশ ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুর ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয়দের প্রাথমিক অনুমান, তপন ব্লক এমনিতেই খরা প্রবণ। কম বৃষ্টিতে ভুগতে হয় চাষীদের। চলতি বছরেও দেখা নেই বৃষ্টির। ধানের চারা রোপন করে বিপাকে বহু কৃষক। এদিকে, অনাবৃষ্টির দরুণ চাষ করতে খরচ হয়েছে অনেক টাকা। পাশাপাশি আর্থিক অনটনের কারণে মানসিক অবসাদ তৈরি হয়েছিল রামকৃষ্ণর। তাই কোনও পথ না পেয়ে শেষমেশ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। যদিও ঠিক কী ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকাজুড়ে।

Next Article