Balurghat: উত্তরবঙ্গকে আলাদা স্বশাসিত উন্নয়ন পর্ষদ করার দাবিতে পথে ফরওয়ার্ড ব্লক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 30, 2022 | 5:13 PM

South Dinajpur: এ নিয়ে, আগামী ৩ সেপ্টেম্বর উত্তরবঙ্গের কোচবিহারে উত্তরবঙ্গ কনভেনশনের আয়োজন করছে ফরওয়ার্ড ব্লক।

Balurghat: উত্তরবঙ্গকে আলাদা স্বশাসিত উন্নয়ন পর্ষদ করার দাবিতে পথে ফরওয়ার্ড ব্লক
ফরওয়ার্ড ব্লকের মিটিং (নিজস্ব ছবি)

Follow Us

বালুরঘাট: উত্তরবঙ্গকে আলাদা স্বশাসিত উন্নয়ন পর্ষদ করার দাবিতে এবার সরব ফরওয়ার্ড ব্লক। কোচবিহারে উত্তরবঙ্গ কনভেনশনের ডাক বালুরঘাট থেকে দিলেন রাজ্য ফরওয়ার্ড ব্লক নেতা গোবিন্দ রায়।

পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত উত্তরবঙ্গ হলেও বরাবরই দেখা গিয়েছে উত্তরবঙ্গ বঞ্চিত। তাই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আবার কামতাপুরী রাজ্য করার দাবিতে একাধিক সংগঠন সরব হয়েছেন। এবার উত্তরবঙ্গকে আলাদা স্বশাসিত উন্নয়ন পর্ষদ করার দাবিতে সরব হল ফরওয়ার্ড ব্লক।

এ নিয়ে, আগামী ৩ সেপ্টেম্বর উত্তরবঙ্গের কোচবিহারে উত্তরবঙ্গ কনভেনশনের আয়োজন করছে ফরওয়ার্ড ব্লক। সেখান থেকেই আগামী দিনে উত্তরকন্যা অভিযানের ডাক দেবে ফরওয়ার্ড ব্লক। উত্তরবঙ্গকে প্রশ্বাসিত উন্নয়ন পর্ষদ করার দাবিতে রবিবার দুপুরে বালুরঘাটের অবস্থিত কার্যালয় সাংবাদিক বৈঠক করলেন জেলার ফরওয়ার্ড ব্লকের পর্যবেক্ষক তথা জলপাইগুড়ি প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়।

বিজেপি যখন কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য দাবি তুলেছে উত্তরবঙ্গকে ঠিক সেই সময় ফরওয়ার্ড ব্লক দাবি তুলেছে উত্তরবঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য নয়, করতে হবে স্বশাসিত উন্নয়ন পর্ষদ।

এই বিষয়ে ফরওয়ার্ড ব্লক নেতা গোবিন্দ রায় বলেন, ‘উত্তরবঙ্গকে স্বশাসিত উন্নয়ন পর্ষদ করতে হবে জিটিএ-র মত। এর ফলে উত্তরবঙ্গের জন্য কেন্দ্র আলাদা করে টাকা বরাদ্দ করবে। অন্যদিকে রাজ্য আলাদা ভাবে কাজ করবে। এর ফলে উত্তরবঙ্গ বঞ্চিতের তকমা ঘোচাবে। তাই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চল বা অন্য কোনও রাজ্য করা যাবে না। একমাত্র স্বশাসিত উন্নয়ন পর্ষদ তৈরি হলে পড়েই উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব। তাই এই আন্দোলনের সামিল হতে সকলকে এবং সর্বস্তরের মানুষদের আহ্বান জানাবে ফরওয়ার্ড ব্লক।’

Next Article