দক্ষিণ দিনাজপুর: পরীক্ষা দিতে যাওয়ার পথে রাস্তায় উলটে গেল টোটো। ঘটনায় আহত দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর বাস স্ট্যান্ড চত্বর এলাকায়। বিষয়টি নজরে আসতেই ছাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর একজনকে ছেড়ে দেওয়া হলেও, আরেকজন পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা হাসপাতালের বেডেই করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গঙ্গারামপুর থানার রতনপুর থেকে বংশীহারী গার্লস হাইস্কুলে পরীক্ষা দিতে আসছিলেন দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী৷ এক পরীক্ষার্থী বাবার টোটো করেই আসছিল তারা। আসার পথে টোটো উলটে যায়। ঘটনায় আহত হয় প্রতিমা মার্ডি এবং অঞ্জলি মার্ডি নামে ওই দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তাদের পরীক্ষার সিট পড়েছিল বংশীহারী গার্লস স্কুলে। পরীক্ষা দিতে যাওয়ার সময় বুনিয়াদপুর বাস স্ট্যান্ড এলাকায় মালদার দিক থেকে আসা একটি ট্যাক্সিকে বাঁচাতে গিয়ে টোটোটি উল্টে যায়। ঘটনায় আহত হয় দু’জনেই।
বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে থাকা পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ ছাত্রীদেরকে উদ্ধার করে রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় অঞ্জলি মার্ডিকে। তবে প্রতিমার আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। প্রতিমার মাথা, পা এবং হাতে প্রচন্ড চোট লেগেছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এক পরীক্ষার্থীর কথায়, “উল্টো দিক থেকে একটা ট্যাক্সি আসছিল। বুঝতেই পারলাম না কীভাবে দুর্ঘটনা ঘটল। হঠাৎই হেলে যায় টোটো। আমরা ছিটকে পড়েছিলাম।”