BJP in South Dinajpur: লোকসভা ভোটের প্রাক্কালে দক্ষিণ দিনাজপুরে বিজেপির শক্তি বৃদ্ধি, বাম-তৃণমূল ছেড়ে পদ্মে যোগ বহু কর্মীর
BJP in South Dinajpur: এদিনের যোগদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপি নেতা তথা অভিনেতা কৌশিক রায়, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।
কুশমণ্ডি: পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু দলবদল। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতে বিজেপির তরফে আয়োজন করা হয়েছিল যোগদান শিবিরের। যেখানে তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে প্রায় ২০০ জন কর্মী বিজেপি যোগদান করেন বলে খবর। নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ও বিজেপি নেতা তথা বিশিষ্ট অভিনেতা কৌশিক রায়। তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে ২০০ জন বিজেপিতে যোগদান করায় বিজেপির সংগঠন অনেকটাই শক্তিশালী হল কুশমণ্ডিতে, এমনটাই মত পদ্ম নেতাদের। সূত্রের খবর, এদিনের যোগদান শিবিরে উপস্থিত থাকার কথা ছিল বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কিন্তু, বিশেষ কাজে বৃহস্পতিবারই কলকাতার উদ্দেশে বেরিয়ে যান তিনি।
এলাকার বিজেপি নেতাদের কথায়, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জেলার কুশমণ্ডি ব্লকে তুলনামূলকভাবে ভাল ফলাফল করেছে বিজেপি। সেই জায়গা থেকে বিজেপিতে যোগদানের মাত্রা বাড়ছে। মূলত কেন্দ্র সরকারের উন্নয়ন দেখেই এদিন তৃণমূল ও আরএসপি ছেড়ে বিজেপিতে যোগদান করেন দলত্যাগীরা। লোকসভা ভোটের মুখে এই দলবদল পদ্ম শিবিরের শক্তি অনেকটাই বাড়াবে বলে মনে করেছেন তাঁরা।
যদিও জেলা তৃণমূলের নেতৃত্বের তরফে জানানো হয়েছে কোন তৃণমূল কর্মীই আজ বিজেপিতে যোগদান করেনি। অন্য কোন দলের কেউ যোগদান করেছে কিনা তা তাঁদের পক্ষে বলা মুশকিল। যদিও ঘটনাকে কেন্দ্র করে এদিন দিনভর ব্যাপক চর্চা চলে জেলার রাজনৈতিক মহলে।