TMC Joining: সুকান্তর বালুরঘাটে কি বিজেপিতে ভাঙন? তৃণমূলে যোগদান নিয়ে জোর চর্চা

Rupak Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Jun 23, 2024 | 11:44 PM

Balurghat: লোকসভা নির্বাচনে বালুরঘাট আসন থেকে প্রায় ১০ হাজার ৩৬৮ ভোটে জয়লাভ করেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। বালুরঘাট লোকসভার সভার মধ্যে তিনটি বিধানসভায় লিড পেয়েছিল বিজেপি। যার মধ্যে বালুরঘাট, গঙ্গারামপুর ও তপন রয়েছে। বাকি চারটি বিধানসভা কুমারগঞ্জ, কুশমণ্ডি, হরিরামপুর ও ইটাহারে তৃণমূল এগিয়ে।

TMC Joining: সুকান্তর বালুরঘাটে কি বিজেপিতে ভাঙন? তৃণমূলে যোগদান নিয়ে জোর চর্চা
তৃণমূলে যোগদান।
Image Credit source: TV9 Bangla

Follow Us

বালুরঘাট: ভোট মিটতেই ভাঙন রাজনীতির ঘরে। রাজ্যের বিভিন্ন জায়গায় শিবির বদলের খবর আসছে। বীরভূম থেকে বালুরঘাট ফুল বদলের খবর। বালুরঘাটে রবিবার সন্ধ্যায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ১৫০ থেকে ২০০টি পরিবার। যোগদানকারীদের দাবি, বিজেপি থেকে শাসকদলে এসেছেন তাঁরা। যদিও বিজেপির দাবি, কেউ দল ছেড়ে যায়নি। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতে প্রায় ১৫০-২০০ জন যোগদান করল তৃণমূলে। কুশমণ্ডির তৃণমূল কার্যালয়ে যোগদান অনুষ্ঠিত হয়। সত্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, তৃণমূলের বিধায়ক রেখা রায়-সহ অন্যান্য নেতৃত্ব।

লোকসভা নির্বাচনে বালুরঘাট আসন থেকে প্রায় ১০ হাজার ৩৬৮ ভোটে জয়লাভ করেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। বালুরঘাট লোকসভার সভার মধ্যে তিনটি বিধানসভায় লিড পেয়েছিল বিজেপি। যার মধ্যে বালুরঘাট, গঙ্গারামপুর ও তপন রয়েছে। বাকি চারটি বিধানসভা কুমারগঞ্জ, কুশমণ্ডি, হরিরামপুর ও ইটাহারে তৃণমূল এগিয়ে।

সেই আবহে এদিনের যোগদান নিয়ে জোর চর্চা শুরু। তৃণমূলে যোগ দিয়ে মিনতি দেবশর্মা বলেন, “আমি বিজেপি থেকে তৃণমূলে এলাম। ঘর পাইনি, কিছুই পাইনি। আমরা গরিব। অথচ পাশে দাঁড়ায় না।” তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, “করঞ্জি অঞ্চলের গ্রামপঞ্চায়েতের বিজেপি সদস্য-সহ সমর্থকরা এদিন তৃণমূলে যোগ দিলেন। এর আগে কংগ্রেসের এক সদস্য এসেছিলেন।” যদিও বিজেপির তরফ থেকে যোগদানের কথা অস্বীকার করা হয়। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, বিজেপির কেউ তৃণমূলে যোগদান করেননি।

Next Article