দক্ষিণ দিনাজপুর: করোনা কালে কালোবাজারি ও অসাধু ব্যবসা জমিয়ে বসেছে। নকল করোনা ভ্যাকসিন (Fake Vaccine) কাণ্ডে ইতিমধ্যে তোলপাড় রাজ্য। কোথাও কোথাও ভ্যাকসিনের কালোবাজারির কথাও শোনা গিয়েছে। এবার ভ্যাকসিনের জন্য বিক্রি হচ্ছে লাইনও! এমনই অভিযোগ উঠল বালুরঘাটে।
অভিযোগ, ২০০ থেকে ৩০০ টাকার বিনিময়ে ভ্যাকসিন নিতে আসা মানুষকে ‘লাইন’ বিক্রি করছে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি। ভোরে উঠে এরা ভ্যাকসিন সেন্টারের সামনে লাইন ধরে রাখে। তার পর যারা টাকে দেয় তাদেরই সেই লাইন ছেড়ে দেওয়া হয়। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে বালুরঘাট ব্লকের খাসপুর গ্রামীণ হাসপাতালের ভ্যাকসিন সেন্টারে।
ভ্যাকসিনের জন্য রাত দু’টা থেকেই হাসপাতালের সামনে জন্য লম্বা লাইন পড়ছে। ইট দিয়ে অনেকেই জায়গায় ‘বুক’ করে রাখছে। সকাল হলেই সেগুলো টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভ্যাকসিন নিতে আসা টিকা প্রাপকদের। ফলে অনেকেই লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাচ্ছে না। আবার অনেকে পরে এসে ওই ব্যক্তিদের হাতে টাকা গুঁজে দিয়ে টিকা নিতে যাচ্ছে। যার ফলে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।
এদিকে এই ঘটনার খবর পেয়ে কয়েকদিন ধরে গভীর রাত থেকে উঠে মানুষজন খাসপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে ভিড় করছেন। কিন্তু তখন এসেও জায়গা পাচ্ছেন না। দেখা যাচ্ছে, অনেকেই ইট রেখে জায়গা দখল করে রেখেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকারই কয়েকজন মিলে এই কাণ্ড করছে। তাদের রাখা ইট সরাতে গেলে দিতে হবে টাকা।
এদিন বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে ওই হাসপাতাল চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। একইভাবে জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামেও ভ্যাকসিন দেওয়া নিয়ে রাত থেকেই লাইন পড়ছে। সেখানেও টাকার বিনিময়ে জায়গা বিক্রির অভিযোগ আসছে।
১৮ বছরের উর্ধ্বে সর্বসাধারণের জন্য ভ্যাকসিন চালু করা হয়েছে। যার ফলে বেশ কয়েকদিন ধরেই ভিড় বাড়ছে বালুরঘাট ব্লকের খাসপুর গ্রামীণ হাসপাতালে। রাত থেকেই ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন ১৮ উর্ধ্বে মাত্র ৩০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
ভ্যাকসিন নিতে আসা সুনিতা সুরিন ও সোনিয়া সরকার বলেন, আমরা কয়েকজন গতকাল রাত দুটো থেকেই এখানে এসেছি। এসে দেখি অনেকগুলি ইট দেওয়া আছে। আর পাশে স্থানীয় অনেকে তাস খেলছে। সারারাত অপেক্ষা করেও ভ্যাকসিন পাচ্ছি না। ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি একেবারেই ভালো না। আমরা চাই এখানে সুষ্ঠু ভাবে ভ্যাকসিন দেওয়া হোক।
আরও পড়ুন: ১ কোটি টাকার বঞ্চনা করেছে পুরনিগম! মন্দির নিয়ে রাজনীতির অভিযোগ জিতেনের
এই ঘটনার কথা সংবাদমাধ্যমের নজরে আসতেই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা স্বাস্থ্য দফতরয জানা গিয়েছে এদিন রাত থেকে হাসপাতালের সামনে বসানো হয়েছে পুলিশ প্রহরা।