বংশীহারী: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী। বিষয়টি নজরে আসতেই দ্রুত তাকে স্থানীয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ ছাত্রীর নাম মোনালিসা ইয়াসমিন। তার পরীক্ষার সেন্টার পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার দৌলতপুর হাইস্কুলে।
জানা গিয়েছে, আজ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে যথা সময়ই কেন্দ্রে ঢোকে মোনালিসা। তবে পরীক্ষা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে ওই যাত্রী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।
মোনালিসার অভিভাবক মাজেদুর রহমান বলেন, “সময় মতো স্কুলে পৌঁছেছিল। তারপর পরীক্ষা দিতেও চলে যায়। পাঁচ মিনিট যেতে না যেতেই হঠাৎ অজ্ঞান হয়ে যায় ও। স্কুলের শিক্ষকরা বাইরে আমাদের বিষয়টা জানায়। আমরা ওকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসা চলছে। কালকে থেকে ওর পেটে ব্যাথা ছিল। তবে ডাক্তার দেখানো হয়েছিল। কিন্তু এভাবে অজ্ঞান হয়ে যাবে বুঝতে পারিনি।”