Balurghat: সাইকেল সারাই নিয়ে বচসা, তৃণমূল কাউন্সিলরের ঘাড়ে পড়ল কুড়ুলের কোপ

Rupak Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 28, 2024 | 2:26 PM

TMC Leader Killed: জানা গিয়েছে, বালুরঘাট শহরের খাদিমপুর ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপান্বিতা দেব সিংহ। স্বামী রঞ্জন সেন। রঞ্জনবাবুর উপর হামলার অভিযোগ ওঠে ৷ এনিয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত আনন্দ পাহানকে গ্রেফতার করেছে।

Balurghat: সাইকেল সারাই নিয়ে বচসা, তৃণমূল কাউন্সিলরের ঘাড়ে পড়ল কুড়ুলের কোপ
আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের স্বামী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বালুরঘাট: তৃণমূল কাউন্সিলরের স্বামীকে লক্ষ্য করে কুড়ুলের কোপ। একটুর জন্য প্রাণে রক্ষা পেলেন ওই ব্য়ক্তি। ওই কুড়ুলের কোপ মাথায় মারার আগেই কোনওভাবে ঘাড়ে এসে পড়েছে। রক্তাক্ত না হলেও ঘাড়ে ও হাতে গুরুতর চোট পেয়েছেন তিনি। তবে হাতেনাতেই স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে অভিযুক্তকে। ওই অভিযুক্তকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ওই যুবকের মটোর সাইকেল সারাইয়ের দোকান রয়েছে ৷ সেই দোকানে মটোর সাইকেল সারাই নিয়েই একটি বচসা হয়। তার জেরেই এই হামলা বলে অভিযোগ। এদিকে এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে৷ গ্রেফতার করা হয় অভিযুক্ত আনন্দ পাহানকে৷

জানা গিয়েছে, বালুরঘাট শহরের খাদিমপুর ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপান্বিতা দেব সিংহ। স্বামী রঞ্জন সেন। রঞ্জনবাবুর উপর হামলার অভিযোগ ওঠে ৷ এনিয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত আনন্দ পাহানকে গ্রেফতার করেছে। এই হামলার পিছনে রাজনৈতিক কারণ না থাকলেও ওই অভিযুক্তের সঙ্গে ঘটনার আগে গোলমাল বাধে। অভিযুক্তর মোটর সাইকেলের সারাইয়ের দোকানে কাউন্সিলরের স্বামীর বন্ধুর সঙ্গে মটোর সাইকেল সারাই নিয়ে বচসা হয়। ঘটনার কিছু আগে বন্ধুর হয়েই কথা বলেছিলেন কাউন্সিলরের স্বামী রঞ্জন সেন। অভিযোগ, এনিয়ে দোকানের সামনে বচসা হয়। সেই রাগেই মদ্যপান করে হামলা চালায় অভিযুক্ত আনন্দ পাহান, এমনটাই পুলিশ সূত্রে খবর।

এ বিষয়ে বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন,ওই কুড়োলের কোপ মাথায় মারার আগেই কোনভাবে ঘারে এসে পড়েছে। রক্তাক্ত না হলেও ঘারে ও হাতে গুরুতর চোট পেয়েছে। তবে হাতেনাতেই স্থানীয়রা ধরে ফেলে অভিযুক্তকে। ওই অভিযুক্তকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ওই যুবকের মটোর সাইকেল সারাইয়ের দোকান রয়েছে৷ সেই দোকানে মটোর সাইকেল সারাই নিয়েই একটি বচসা হয়। তার জেরেই এই হামলা বলে অভিযোগ। এদিকে এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে৷ গ্রেপ্তার করা হয় অভিযুক্ত আনন্দ পাহানকে৷

জানা গিয়েছে, বালুরঘাট শহরের খাদিমপুর ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপান্বিতা দেব সিংহ। স্বামী রঞ্জন সেন। রঞ্জনবাবুর উপর হামলার অভিযোগ ওঠে৷ এনিয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত আনন্দ পাহানকে গ্রেপ্তার করেছে। এই হামলার পেছনে রাজনৈতিক কারণ না থাকলেও ওই অভিযুক্তের সঙ্গে ঘটনার আগে গোলমাল বাঁধে। অভিযুক্তর মোটর সাইকেলের সারাইয়ের দোকানে কাউন্সিলরের স্বামীর বন্ধুর সঙ্গে মটোর সাইকেল সারাই নিয়ে বচসা হয়। ঘটনার কিছু আগে বন্ধুর হয়েই কথা বলেছিলেন কাউন্সিলরের স্বামী রঞ্জন সেন। অভিযোগ, এনিয়ে দোকানের সামনে বচসা হয়। সেই রাগেই মদ্যপান করে হামলা চালায় অভিযুক্ত আনন্দ পাহান, এমনটাই পুলিশ সূত্রে খবর।

এবিষয়ে বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, “এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

Next Article