Balurghat Suicide: সামনের মঙ্গলবারই ছিল বিয়ে, তার আগে ফাঁকা ঘরে ছেলেটাকে এই অবস্থায় দেখে থ বাড়ির লোক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 14, 2023 | 6:36 PM

Balurghat: পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ধনাই বুনিয়াদপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের জয়দেবপুর এলাকার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন।

Balurghat Suicide: সামনের মঙ্গলবারই ছিল বিয়ে, তার আগে ফাঁকা ঘরে ছেলেটাকে এই অবস্থায় দেখে থ বাড়ির লোক
বালুরঘাটে আত্মহত্যা (নিজস্ব ছবি)

Follow Us

বংশীহারী: বাকি ছিল বিয়ের তিনদিন। তোড়জোড় ছিল তুঙ্গে। লোকজন আসাও শুরু হয়ে গিয়েছিল। তবে তার মধ্যেই এমন কাণ্ড ঘটালেন যুবক। বিয়ের দিন তিনেক আগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী (Suicide) হলেন।শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর (South dinajpur) জেলার বুনিয়াদপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের শিবপুরে। মৃত যুবকের নাম ধনাই রায় (২০)। পেশায় শ্রমিক ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এদিকে বিয়ের আগে কেন ওই যুবক আত্মঘাতী হল তা নিয়ে ধন্দে পরিবার। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ধনাই বুনিয়াদপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের জয়দেবপুর এলাকার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন।  তাঁদের প্রেমের বিষয়টি দুই পরিবারই জানত। দু’জনকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। আগামী মঙ্গলবার বিয়ে ছিল। অভিযোগ, বিয়ের জন্য রাজি থাকলেও মানসিক ভাবে চাপ দিত ধনাইকে তাঁর প্রেমিকা। অবশেষে দুজনের বিয়ে ঠিক হয়৷ তিন দিন পরেই বিয়ে। তার আগে আজ সকাল বেলাতেও প্রেমিকার সঙ্গে ফোনে ঝগড়া বাধে ধনাইয়ের।

অভিযোগ, দু’জনের বিয়ে ঠিক হলেও প্রেমিকার অন্য যুবকের সঙ্গে ছিল। যা জেনে ফেলেছিল ধনাই৷ এদিকে এনিয়ে মাঝে মধ্যেই প্রেমিক যুগলের মধ্যে বচসা হত। এদিনও এনিয়ে ফোনে বচসা শুরু হয় দুজনের। যা দীর্ঘ সময় পর্যন্ত চলে। অনেকক্ষণ পরে ধনাই ঘরে মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এদিকে অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় দরজা ভেঙে ভেতর ঢুকতেই পরিবারের লোকজনের নজরে আসে বিষয়টি।এবং চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে এসে যুবককে রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ধনাইকে।

এদিকে পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এবং দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।

Next Article