Hili: বেহাল পঞ্চায়েত ব্যবস্থা, অল্প বৃষ্টিতে জলের তলায় গ্রাম, প্রতিবাদে গ্রামবাসীরা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 04, 2022 | 8:14 PM

Hili: ড্রেন সংস্কারের অভাবে পঞ্চায়েতের উদাসীনতায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন।

Hili: বেহাল পঞ্চায়েত ব্যবস্থা, অল্প বৃষ্টিতে জলের তলায় গ্রাম, প্রতিবাদে গ্রামবাসীরা
পথ অবরোধ (নিজস্ব ছবি)

Follow Us

হিলি: বেহাল নিকাশি ব্যবস্থা। ঝিরিঝিরি বৃষ্টিতেই জলের তলায় ডুবছে পুরো গ্রাম। শনিবার সকালে এমনই অভিযোগ তুলে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ত্রিমোহিনী এলাকায় ত্রিমোহিনী পতিরাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল শতাধিক বাসিন্দারা।

ড্রেন সংস্কারের অভাবে পঞ্চায়েতের উদাসীনতায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। এ দিকে, নিকাশি নালার সংস্কার না হওয়া পর্যন্ত অবরোধ তুলবেন না বলে রাজ্য সড়কে গাছের গুড়ি ফেলে বসে পড়েন আন্দোলনকারী। এ দিকে, পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় হিলি থানার পুলিশ। পরে পুলিশ ও ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের হস্তক্ষেপে প্রায় ঘন্টা খানেক পর রাস্তা অবরোধ ওঠে৷ শুর হয় যান চলাচল৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই নিকাশি সমস্যা রয়েছে এলাকায়। একটু বৃষ্টি হলেই জল জমে যায় গোটা গ্রামের। একাধিকবার ধলপাড়া গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই নিকাশি ব্যবস্থার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান৷

এক এলাকাবাসী বলেন, ‘এটা আগেই পরিস্কার করার কথা ছিল। কিন্তু ড্রেন এতটাই অপরিষ্কার ছিল যে ওরা চলে গিয়েছে। কেউ পরিষ্কার করেনি। এরপর আজ থেকে কাজ করার কথা ছিল। তবে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে। সেই কারণে কেউ কাজ করতে আসতে চায়নি।’

Next Article