বালুরঘাট: দাউ-দাউ করে জ্বলল আগুন। পুড়ে গেল পোল্ট্রি ফার্ম। সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের পোড়ামধাইলে। এ দিকে স্থানীয়দের নজরে আগুন লাগার বিষয় আসলে পরেই খবর দেওয়া হয় বালুরঘাট দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। যদিও রাস্তা খারাপ থাকার জন্য ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে পুড়ে যায় দেড় হাজার মুরগির ছানা। সব মিলিয়ে ৩ থেকে ৪ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পোল্ট্রি ফার্ম মালিক অমৃত বসাক জানিয়েছেন। এরপর মৃতদেহগুলি উদ্ধার করে মাটি চাপা দেন এলাকাবাসী। এদিন প্রথমে স্থানীয়দের আগুন লাগার বিষয়টি নজরে আসে। দ্রুত তাঁরা মুরগির বাচ্চা,খাবার সহ অন্যান্য সব জিনিস বের করে বাইরে নিয়ে আসেন। কিন্তু তার পরেও পুড়ে যায় অধিকাংশ মুরগির ছানা।
ওই ফার্ম প্রায় ২২০০ মুরগির ছানা ছিল বলে জানিয়েছেন পোলট্রি ফার্মের মালিক। দিন চারেক আগেই ছানাগুলি ফার্মে আনা হয়। ফার্ম মালিক থেকে স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। যেহেতু ফার্মের টিনের শেডের নিচে খড়ের চাল ছিল তার জন্য দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট দমকল বিভাগ।
বালুরঘাট: দাউ-দাউ করে জ্বলল আগুন। পুড়ে গেল পোল্ট্রি ফার্ম। সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের পোড়ামধাইলে। এ দিকে স্থানীয়দের নজরে আগুন লাগার বিষয় আসলে পরেই খবর দেওয়া হয় বালুরঘাট দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। যদিও রাস্তা খারাপ থাকার জন্য ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে পুড়ে যায় দেড় হাজার মুরগির ছানা। সব মিলিয়ে ৩ থেকে ৪ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পোল্ট্রি ফার্ম মালিক অমৃত বসাক জানিয়েছেন। এরপর মৃতদেহগুলি উদ্ধার করে মাটি চাপা দেন এলাকাবাসী। এদিন প্রথমে স্থানীয়দের আগুন লাগার বিষয়টি নজরে আসে। দ্রুত তাঁরা মুরগির বাচ্চা,খাবার সহ অন্যান্য সব জিনিস বের করে বাইরে নিয়ে আসেন। কিন্তু তার পরেও পুড়ে যায় অধিকাংশ মুরগির ছানা।
ওই ফার্ম প্রায় ২২০০ মুরগির ছানা ছিল বলে জানিয়েছেন পোলট্রি ফার্মের মালিক। দিন চারেক আগেই ছানাগুলি ফার্মে আনা হয়। ফার্ম মালিক থেকে স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। যেহেতু ফার্মের টিনের শেডের নিচে খড়ের চাল ছিল তার জন্য দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট দমকল বিভাগ।