তপন : ছাত্রাবাসের লক্ষাধিক টাকা তছরুপের করার অভিযোগে স্কুল শিক্ষককে গ্রেফতার করল পুলিশ (School Teacher Arrested)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার তপন রামচন্দ্রপুর হাইস্কুলে। ধৃত শিক্ষকের নাম অশ্বিনী মাহারা। বাড়ি পতিরাম থানার অন্তর্গত পশ্চিম জগন্নাথপুরে। মঙ্গলবার গভীর রাতে তপন থানার পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে বলে জানা যায়। ধৃত শিক্ষককে বুধবার বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁর চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার রাহুল দে।
অভিযুক্ত রামচন্দ্র হাইস্কুলের ওয়ার্ক এডুকেশন বিষয়ের শিক্ষক। বাড়ি পতিরামের পশ্চিম জগন্নাথপুর গ্রামে। ২০১৪ সাল থেকে ওই শিক্ষক স্কুলের সংলগ্ন এলাকায় স্কুলের হোস্টেলের সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ, দীর্ঘদিন হোস্টেলে দায়িত্ব থাকার সুবাদেই নানা ধরনের প্রতারণা চালিয়ে আসছিলেন। ওই হোস্টেলে প্রায় ৭৫ জনের সিট রয়েছে। একেকজন ছাত্রদের অ্যাকাউন্টে তপসিলি জাতি-উপজাতি স্টাইপেন্ডের একবছরে ১০ হাজার টাকা ঢোকে। অভিভাবকদের অভিযোগ, সেই ছাত্রদের সই জাল করে ভুয়ো ছাত্রদের ব্যাঙ্কে নিয়ে গিয়ে টাকা আত্মসাৎ করতেন ওই শিক্ষক। এছাড়াও নানা জায়গায় নানা ধরনের জাল সই ব্যবহার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সিল ও সই জালিয়াতি করে কাজে লাগাতেন বলেও অভিযোগ।
এদিকে যে ছাত্রদের অ্যাকাউন্টে ঢোকার কথা তাঁরা টাকা না পাওয়ায় উদ্বেগ বাড়ে অভিভাবকদের। তাঁরা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। অভিযোগ, প্রায় ৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্ত শিক্ষক। যা নিয়ে মাসখানেক আগে শোরগোল পড়ে যায় স্কুলে। তারপরেই অভিযুক্ত শিক্ষকের নামে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই দীর্ঘদিন বেপাত্তা ছিলেন অভিযুক্ত। স্কুলেও গরহাজির ছিলেন। এরইমধ্যে মঙ্গলবার স্কুল সংলগ্ন এলাকায় আসতেই তাঁকে পাকড়াও করেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ আটকে রেখে চলে বিক্ষোভ। তপন থানার পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। এ বিষয়ে তপনের রামচন্দ্র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভজীৎ সাহা বলেন, দীর্ঘদিন ধরেই ওই শিক্ষক হোস্টেলের সুপারের দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগের কথা জানতে পেরেছি। গ্রেফতারও হয়েছেন।