TMC joining: তৃণমূলে যোগদান ১৮৫টি পরিবারের, কটাক্ষ করল সিপিএম
TMC joining: আগামী বছর বিধানসভা ভোটে তৃণমূলের হাতকে শক্ত করতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই বিষয়ে সিপিএমের পক্ষ থেকে জানানো হয়, তাদের বেশ কিছু কর্মী ভোটের সময় তাদের ভোট দিয়ে জয়যুক্ত করে এবং পঞ্চায়েতে একটি বুথ জেতে। ওই সদস্য আজ বাধ্য হয়ে তৃণমূলে যোগদান করেন।

বংশীহারী: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর বছর দেড়েকও বাকি নেই। এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুরে শক্তি বাড়ল রাজ্যের শাসকদল তৃণমূলের। সিপিআইএম ও বিজেপি ছেড়ে প্রায় ১৮৫টি পরিবারের কয়েকশো জন যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।
শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের জামার হাটখোলা এলাকায় অনুষ্ঠিত হয় তৃণমূলের যোগদান কর্মসূচি। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ অন্য নেতৃত্বরা। পাশাপাশি বিভিন্ন পঞ্চায়েতের উপপ্রধান, প্রধানরা উপস্থিত ছিলেন। এদিন মোট ১৮৫টি পরিবার সিপিআইএম এবং বিজেপি থেকে তৃণমূলে যোগদান করল।
আগামী বছর বিধানসভা ভোটে তৃণমূলের হাতকে শক্ত করতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই বিষয়ে সিপিএমের পক্ষ থেকে জানানো হয়, তাদের বেশ কিছু কর্মী ভোটের সময় তাদের ভোট দিয়ে জয়যুক্ত করে এবং পঞ্চায়েতে একটি বুথ জেতে। ওই সদস্য আজ বাধ্য হয়ে তৃণমূলে যোগদান করেন। কিন্তু সিপিআইএমের অন্য কোনও কর্মী, সদস্য অনুষ্ঠানে যায়নি। যারা আজ যোগদান করেছে তারা তৃণমূলেই ছিল। তৃণমূল থেকে তাদের তৃণমূলে যোগদান করানো হল বলেও সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
তৃণমূলে যোগদানকারীরা বলছেন, রাজ্যের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন। রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের কণ্ঠেও একই কথা শোনা যায়।
দিন সাতেক আগে জলপাইগুড়িতেও তৃণমূলের যোগদান কর্মসূচি হয়েছিল। সেইসময় তৃণমূল নেতৃত্ব দাবি করে, ২ হাজার সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন। সেই যোগদান কর্মসূচিকে কটাক্ষ করে বিজেপি বলেছিল, নিজেদের পদ বাঁচাতে যোগদান কর্মসূচির নাটক করছেন তৃণমূলের নেতারা। নিজেদের দলের লোকদেরই যোগদান করানো হচ্ছে।





