বালুরঘাট: মাস শেষ হলেও বেতন পাননি। পুরসভার আশ্বাসের পরও মেলেনি টাকা। এর প্রতিবাদে সোমবার বিকেলে বালুরঘাট পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখালেন পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। পুরসভার চেয়ারম্যানের কাছে এনিয়ে লিখিতভাবে অভিযোগও জানিয়েছেন সাফাই কর্মীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান।
জানা গিয়েছে, কিছুদিন আগেই বালুরঘাট পুরসভার তরফে অফিসে বসানো হয়েছে বায়োমেট্রিক। কর্মীদের কাজের সুবিধার্থে বায়োমেট্রিক উপস্থিতির ব্যবস্থা করা হয়েছে। বালুরঘাট পুরসভায় বর্তমানে প্রায় সাড়ে ৮৫০ অস্থায়ী কর্মী রয়েছে। যার মধ্যে বেশির ভাগই সাফাই কর্মী, গাড়ি চালক, এবং অন্যান্য কর্মী রয়েছেন। এদিকে বায়োমেট্রিক উপস্থিতি চালু হলেও বিষয়টি অনেকেই জানতেন না। আবার বায়োমেট্রিকে উপস্থিতিতে দিতে গিয়ে অনেক সময় লাগার কারণে অনেক কর্মী অনিহা দেখান। যার কারণে কাজের উপস্থিতি দিতে পারেনি বহু কর্মী। তারা এনিয়ে পুরসভাকে জানিয়েছেন৷ তারপরেও কোন লাভ হয়নি বলেই অভিযোগ বিক্ষোভকারীদের।
এদিন প্রথমে চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ দেখান পরে চেয়ারম্যানের সঙ্গে কয়েকজন কথা বলতে গেলেও পুরসভার তরফে সদর্থক উত্তর না পাওয়ায় তারা বেরিয়ে যান। বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। বিষয়টি জানতে পেরে বাইরে বেরিয়ে আসেন চেয়ারম্যান সহ অন্যান্য পুরসভার কর্মী সহ এমসিআইসিরা। সেই সময় চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা।