South Dinajpur: ছুটি নিয়ে বাড়িতে ছিল, দুপুরে রান্না করে খাইয়েছিল বাবা-মাকে… বিকালে মেয়ের ঘরে ঢুকেই থ্ বাবা-মা!
South Dinajpur: প্রতিদিনের মতো দুপুরে রান্নাবাড়ি করে নিজের ঘরেই ছিল ওই পড়ুয়া। বিকালে তাঁর বাবা মা তাঁকে শোওয়ার ঘরে ডাকতে গেলে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মেয়েকে ওভাবে দেখে চিৎকার করে ওঠেন মা! ছুটে আসেন প্রতিবেশীরা।

বংশীহারী: এদিন আর কলেজে যায়নি! সকাল থেকে বাড়িতেই ছিল। সকালে বাবা-মায়ের জন্য নিজের হাতে রান্নাও করেন। দুপুরে একসঙ্গে বসে খাওয়াদাওয়ার পর নিজের ঘরে শুতে চলে যান তরুণী। বিকাল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে গেলেও মেয়ে কেন উঠছে না, তা দেখতেই ঘরে ঢুকেছিলেন বাবা-মা! এক নিমেশে গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে মেয়ে। ভয়ঙ্কর ঘটনা দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের মালম এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়ন্তী সরকার (১৯)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো দুপুরে রান্নাবাড়ি করে নিজের ঘরেই ছিল ওই পড়ুয়া। বিকালে তাঁর বাবা মা তাঁকে শোওয়ার ঘরে ডাকতে গেলে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মেয়েকে ওভাবে দেখে চিৎকার করে ওঠেন মা! ছুটে আসেন প্রতিবেশীরা।
স্থানীয় বাসিন্দারাও খবর দেন বংশীহারী থানায়। সন্ধ্যায় পুলিশ মৃতদেহ উদ্ধারের থানায় নিয়ে আসে। শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাট হাসপাতালে। কী থেকে কী হয়ে গেল, বুঝতে পারছেন না বাবা-মা। তবে প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, প্রেম ঘটিত কারণেই আত্মহত্যা করেছেন ওই কলেজ পড়ুয়া। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।





