বালুরঘাট: হাত দিতেই ভেঙে পড়ছে নব নির্মিত দেওয়াল। এমনকি ভেঙে পড়ছে কংক্রিটের ঢালাইও। একদিন আগে ঢালাই ও দেওয়াল তৈরি করার পর তাতে হাত দিতেই তা ভেঙে পড়ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে স্বাস্থ্য কেন্দ্রের ভবন তৈরির অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বালুরঘাটের (Balurghat) মালঞ্চ আশ্রমপাড়া এলাকায়। স্থানীয়দের সাফ দাবি. নতুন করে সরকারি শিডিউল মেনেই তৈরি করতে হবে ভবন। তা না হলে তাঁরা ভবন তৈরি করতে দেবেন না।
আশ্রমপাড়া এলাকায় অবস্থিত একমাইল স্বাস্থ্য কেন্দ্র। গত দিন চারেক আগে থেকে শুরু হয় সেই স্বাস্থ্য কেন্দ্রের একটি নতুন ভবন। অভিযোগ, গতকাল দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার পক্ষ থেকে ঘরের দেওয়াল তোলা হয়েছিল। ঢালাইয়ের কাজও হয় শনিবারই।
গ্রামবাসীদের অভিযোগ, সকালে সেই দেওয়ালে হাত দিতেই ইঁট খুলে পড়ছে। খুলে পড়ছে বালি সিমেন্টও। দেওয়ালও ভেঙে পড়ছে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। সিমেন্ট নয় শুধুমাত্র রাফ বালি দিয়ে তৈরি করা হয়েছে দেওয়াল।
রবিবার বিষয়টি নজরে আসতেই স্বাস্থ্য কেন্দ্রের নতুন ঘর তৈরির কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। এনিয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। একজন মিস্ত্রি ঘটনাস্থলে থাকলেও তিনি স্থানীয়দের বিক্ষোভ থেকে পালিয়ে যান।