তপন: কখনও বাড়ির গৃহপালিত পশু। কখনও বা ঘরেরই জিনিসপত্র। দীর্ঘদিন ধরেই চলছিল এইসব বিক্রি। পরিবারের দাবি, ছেলে এত নেশা করত যে টাকার জন্য শেষমেশ ঘরেরই জিনিসপত্র বিক্রি করছিল। এর জন্যই শাসন করেছিল মা-বাবা। আর তার জেরে অভিমানে আত্মঘাতী ছেলে। সোমবার সকালে গাছ থেকে উদ্ধার হয়েছে ওই যুবকের ঝুলন্ত দেহ।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ৪নং হরসুরা গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর এলাকার ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে তপন থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের নাম দুলাল হাঁসদা (২৮)। বাড়ি তপন থানার পার্বতীপুর। মাঝে মধ্যেই নেশা করত ওই যুবক। পরিবারের দাবি, নেশার টাকা জোগাড় করতে বাড়ির ছাগল পর্যন্ত বেচে দিয়েছিল রবিবার। এই নিয়ে বকাবকি করেছিল ওই যুবকের বাবা রবিন হাঁসদা। সেই থেকে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় যুবক।
সোমবার সকালে এলাকাবাসীর নজরে আসে বিষয়টি। গোটা ঘটনা চাউর হতেই এলাকয় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তপন থানার অন্তর্গত রামপুর ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।