বালুরঘাট: ‘পাকিস্তানে একবার ট্রাই করে দেখুন….’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু কী বলতে চেয়েছেন সুকান্ত? রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকায় পথসভা করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদার। সুকান্ত বলেন, “আমার মনে হয়ে এ জীবনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর হবে না। পাকিস্তানেরটা ট্রাই করে দেখতে পারেন। ওটা হলেও হতে পারে।”
সুকান্ত মজুমদারের পথসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার ইনচার্জ শঙ্কর চক্রবর্তী, জেলা মহিলা নেত্রী পূর্ণিমা মহন্ত-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। পথসভা থেকে সুকান্ত মজুমদারে আরও বলেন, “এতদিন যিনি জয় শ্রীরাম ধ্বনিই শুনতে পারতেন না, তিনি এখন রামনবমী ছুটি দিয়েছেন। কথায় বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।” শুধু এখনই থামেননি। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর গ্রাম সরব যোজনার নাম জোর করে মুখ্যমন্ত্রী বাংলার গ্রাম সড়ক যোজনা লিখতো। নরেন্দ্র মোদী তো তার নামে লেখেননি৷ মুখ্যমন্ত্রী যদি কোন দিন প্রধানমন্ত্রী হলে তখনও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নাম লেখা হবে। তবে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনদিনই পূরণ হবে না, হতে পারে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন।”
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করায় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকি। তাঁর বক্তব্য, “সুকান্তবাবু শিক্ষিত অধ্যাপক। তিনি মুখ্যমন্ত্রী প্রসঙ্গে যে ভাষা প্রয়োগ করেছেন তা কাম্য নয়।”
প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে ক্ষমতাচ্যুত করতে জোট বেধেছে দেশের প্রধান বিরোধী দলগুলি। ‘ইন্ডিয়া’ জোটে তৃণমূলের অবস্থান নিয়ে মাঝে ধোঁয়াশা তৈরি হয়েছিল। পরে অবশ্য তা কেটেও যায়। মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারই কৃষ্ণনগরে দাঁড়িয়ে বলেছেন, “ইন্ডিয়া জোট আমিই তৈরি করেছি, নামও আমিই দিয়েছি। ভোটের পর দেখে নেব।” দিল্লিতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটেরই মঞ্চে দাঁড়িয়ে ডেরেক ও’ব্রায়েন বলে দেন, “আমরা ইন্ডিয়া জোটে ছিলাম, আছি থাকব।” সুতরাং জল্পনার অবসান। তবে ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ কে হবেন, তা নিয়ে জল্পনা জিইয়েই রয়েছে। তৃণমূলের আইটি সেলের মিটিং। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী প্রজেক্ট করা হয়। তাতে জল্পনা উস্কে দেয়। প্রজেক্টে ছিল ‘বলছে বাংলার জনতা, প্রধানমন্ত্রী হোক মমতা।’ কিন্তু এসব জল্পনার মধ্যেই বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষায় কটাক্ষ করেন।