তপন: স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলকার। ঘটনায় আহত চালক-সহ মোট ১৯ জন। আহতদের মধ্যে ১৮ জনই খুদে। সোমবার দক্ষিণ দিনাজপুরের তপন থানার দাঁড়ালহাট ভূতনাথ এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। আহত পড়ুয়ারা চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বালুরঘাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি রয়েছে পুলকারের চালক উৎপল বর্মন নিজেও। পথ দুর্ঘটনার খবর পেয়ে বালুরঘাট হাসপাতালে ছুটে যান বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু। যান ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা-সহ অন্যান্য পুলিশকর্মীরা। আহত পড়ুয়াদের মধ্যে চার জনের অবস্থা বেশ গুরুতর৷ পরে ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা গাড়ির চালকের সঙ্গে কথা বলেন। কীভাবে পথদুর্ঘটনা ঘটল, তা শোনার চেষ্টা করেন।
জানা গিয়েছে, বালুরঘাট ও তপন ব্লকের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৮ জন পড়ুয়াকে পুলকারে দাঁড়ালহাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে নিয়ে যান ওই গাড়িচালক। সোমবারও নির্দিষ্ট সময়ে বাচ্চা গাড়িতে তুলতে তুলতেই স্কুলের দিকে এগিয়ে যাচ্ছিলেন। পথে ভূতনাথ এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। টাল সামলাতে না পেরে রাস্তার পাশে উল্টে যায়৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলকার চালকের এক হাতে মোবাইল ছিল। ফোনে কথা বলতে বলতেই গাড়ি চালাচ্ছিলেন। অসাবধানতার কারণেই এই পথ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের তরফে কোনও গাড়ির ব্যবস্থা নেই। অভিভাবকরাই এই গাড়ি ঠিক করে বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছেন। পুলিশের তরফে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।