Balurghat : টাকার বিনিময়ে শপিংমলে কাজ দেওয়ার প্রতিশ্রুতি, ‘প্রতারিত’ হয়ে যুবককে পুলিশে দিল যুবতীর দল

Rupak Sarkar | Edited By: জয়দীপ দাস

Mar 11, 2023 | 7:41 PM

Balurghat : টাকার বিনিময়ে শপিংমলে কাজ দেওয়ার কথা থাকলেও কাজ না দিতে পারায় এক যুবককে আটকে পুলিশ হাতে তুলে দিল প্রতারিত যুবতীরা।

Balurghat : টাকার বিনিময়ে শপিংমলে কাজ দেওয়ার প্রতিশ্রুতি, প্রতারিত হয়ে যুবককে পুলিশে দিল যুবতীর দল

Follow Us

বালুরঘাট : টাকার বিনিময়ে কয়েকজন যুবতীকে শপিংমলে কাজ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বালুরঘাটের (Balurghat) রূপকুমার। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও মেলেনি কোনও কাজ। যতবারই কাজের কথা বলা হয়েছে ততবারই মিলেছে শুধু আশ্বাস। অবশেষে শনিবার দুপুরে রূপকুমারকে দেখতে পেয়েই প্রতারিত যুবতীরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। বিষয়টি স্থানীয় ট্রাফিক পুলিশের নজরে আসতেই তাঁরা গিয়ে কথা বলেন বিক্ষুব্ধ যুবতীদের সঙ্গে।  বালুরঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন ট্রাফিক অফিসে বসিয়ে রাখা হয় অভিযুক্তকে। এদিকে বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ (Police)। আটক করে ওই যুবককে। সূত্রের খবর, জেরায় কাজ দেওয়ার নাম করে টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত যুবক।

সূত্রের খবর, রূপকুমারের বাড়ি বালুরঘাট শহরে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে জানিয়েছিলেন কাজের জন্য লোক নেওয়া হবে। সোশ্যাল মিডিয়া কাজের খোঁজ দেখে বালুরঘাটের ওই যুবকের সঙ্গে যোগাযোগ করেন চিঙ্গিশপুর এলাকার চারজন যুবতী। কিন্তু কাজের জন্য সকলের কাছ থেকে ২ হাজার টাকা করে চায় ওই যুবক। এমনকি কাজ পাওয়ার জন্য একটি ফর্ম ফিলাপ করতে হবে বলে জানানো হয়। বিশ্বাস করে ওই যুবককে টাকাও দেন যুবতীরা। কিন্তু, দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না হওয়ায় সংশ্লিষ্ট শপিং মলে গিয়ে খোঁজ নেন তাঁরা। কিন্তু, সেখানে যেতেই মাথায় হাত সকলের। খোঁজ নিয়ে জানতে পারেন কাজের জন্য কাউকে নিয়োগ করা হবে না।

এদিকে এদিন ফের ফর্ম ফিলাপের জন্য বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে ওই যুবতীদের ডাকে ওই যুবক। সেখানে যুবককে দেখা মাত্রই পাকড়াও করে রাখেন যুবতীর দল। একপ্রস্থ বচসাও হয় রাজকুমারের সঙ্গে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও এ নিয়ে এখনও কোন অভিযোগ দায়ের হয়নি বলে জানা যাচ্ছে। 

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় মূলত ফেসবুকে দক্ষিণ দিনাজপুর তথা বালুরঘাটের বিভিন্ন গ্রুপ রয়েছে। সেই গ্রুপগুলিতে প্রতিনিয়ত কাজের পোস্ট করা হয়। কেউ কাজ পাওয়ার পোস্ট করছে, আবার কেউ কাজ দেওয়ার। ব্যাঙ্ক, সংস্থা, শপিং মল, শোরুম বেসরকারি স্কুল, সহ নানা ক্ষেত্রে কাজের পোস্ট করা হচ্ছে। যদিও ওয়াকিবহাল মহলের মতে, এর মধ্যে বেশিরভাগ পোস্টই ভুয়ো। আর সেই পোস্টগুলিতে বহু ছেলেমেয়েরা বায়ো ডাটা পাঠাচ্ছে। এরপরেই নানা ভাবে ভুল বুঝিয়ে টাকা তুলছেন প্রতারকরা। এর আগেও বালুরঘাটে একাধিক জায়গায় কাজের নাম করে এই প্রতারণা চক্রের হদিশ মিলেছে। সম্প্রতি কুমারগঞ্জে এমনই এক প্রতারণার অভিযোগে একজনের বাড়িও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। 

Next Article