দক্ষিণ দিনাজপুর: হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে চড় মারার অভিযোগ কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে। ঘটনার জেরে কার্যত অচলাবস্থা তৈরি হয় হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসকের ব্যবহারের প্রতিবাদে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অভিযুক্ত চিকিৎসক ক্ষমা চাওয়ার পরে।
জানা গিয়েছে, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল বা মহাকুমা হাসপাতালের অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত তুলসী সিং। এদিন তাঁর বৌদি সন্ধ্যা বেলা সিংকে জ্বর ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করাতে আসেন তিনি। হাসপাতালের জরুরী বিভাগে তখন পরিষেবা দিচ্ছিলেন ডা কোয়েল বাগচী নামে হাসপাতালের এক চিকিৎসক।
অভিযোগ, নিজের বৌদির অসুস্থতার কথা বলে সিটি স্ক্যান করানোর কথা বলেন তুলসী। আর তা শুনেই ওই চিকিৎসক কার্যত সপাটে চড় মারেন ওই স্বাস্থ্যকর্মীকে। বিষয়টি জানাজানি হতেই অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতির ডাক দেন। বিক্ষোভ দেখাতে দেখেন হাসপাতাল চত্বরে। পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধও করেন ওই স্বাস্থ্যকর্মীরা। যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। বন্ধ হয়ে যায় ৫১২ নম্বর জাতীয় সড়কের যান চলাচল।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তাদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে স্বাস্থ্য কর্মীদের ক্ষোভ প্রশমনে ঘটনাস্থলে ছুটে আসে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস।পরবর্তীতে অভিযুক্ত ডাক্তার কোয়েল বাগচী নিজের ভুল স্বীকার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।