Balurghat: তৃণমূল নেতার বাড়ি ভাড়া নিয়ে চলছে পুরসভার সুস্বাস্থ্য কেন্দ্র, ‘পাইয়ে দেওয়ার রাজনীতির’ অভিযোগে সরব বিজেপি

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Aug 10, 2022 | 10:47 PM

Balurghat: গত ৫ ই আগস্ট বালুঘাট পুরসভার পক্ষ থেকে ৯ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকায় নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্ধোধন করা হয়। পাশাপাশি ওই পুরসভার পক্ষ থেকে ওই এলাকায় স্থায়ী সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য নতুন ভবনের শিলান্যাসও করা হয়৷

Balurghat: তৃণমূল নেতার বাড়ি ভাড়া নিয়ে চলছে পুরসভার সুস্বাস্থ্য কেন্দ্র, ‘পাইয়ে দেওয়ার রাজনীতির’ অভিযোগে সরব বিজেপি

Follow Us

বালুরঘাট: তৃণমূল নেতার বাড়ি ভাড়া নিয়ে চলছে পুরসভার (Municipality) সুস্বাস্থ্য কেন্দ্র৷ বিরোধীদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের কাছে লোক হওয়ায় তৃণমূল নেতার (Trinamool Leader) বাড়ি ভাড়া করেছে বালুরঘাট পুরসভা(Balurghat Municipality)৷ যা নিয়েই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। ঘটনাটি বালুরঘাট শহরের ৯ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকায়৷ যা নিয়েই সরব হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব৷ বুধবার দুপুরে এনিয়ে বালুরঘাট সদরের মহকুমা শাসক সুমন দাশগুপ্তকে লিখিতভাবে অভিযোগ দায়ের করে বিজেপির জেলা কমিটির সদস্য সুমন বর্মন। বিজেপি (BJP) নেতার অভিযোগ যে জায়গায় নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে তার থেকে বেশ কিছুটা দূরে তৃণমূল নেতা মুকুল মহন্তের বাড়ি। স্থানীয় কাউন্সিলর ঘনিষ্ঠ হওয়ার জন্য ওই তৃণমূল নেতার বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। এবং সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে। অথচ যেখানে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে তার আশেপাশে বহু বাড়ি রয়েছে। যেখানে এই সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা যেত। কেন তৃণমূল নেতার বাড়ি ভাড়া নেওয়া হল তা নিয়েই প্রশ্ন করা হচ্ছে বিরোধীদের তরফে। ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মহকুমা শাসককের কাছে।

যদিও বিজেপির করা এই অভিযোগকে নস্যাৎ করেছেন বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী। তিনি বলেন, “যে জায়গায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে তার পাশেই বাড়ি ভাড়া নেওয়া হয়েছে৷ যতদিন না পুরসভার নিজস্ব ভবন তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত বাড়ি ভাড়া করে সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র চলবে৷ সকলের সুবিধা হবে এমন জায়গায় বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। সেটা যে কারও বাড়ি হতে পারে। সেটা তৃণমূল নেতার বাড়িও হতে পারে। কার বাড়ি সেটা বড় ব্যাপার নয়, যে জন্য এই সুস্বাস্থ্য কেন্দ্রটি চালু করা হয়েছে তার সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে কিনা, সেটা বড় বিষয়। না জেনে অবুঝের মত কথা বলছে বিজেপি নেতারা। বিজেপির কাজ নেই তাই এমন সব ভিত্তিহীন অভিযোগ তুলছে।” 

প্রসঙ্গত, গত ৫ ই আগস্ট বালুঘাট পুরসভার পক্ষ থেকে ৯ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকায় নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্ধোধন করা হয়। পাশাপাশি ওই পুরসভার পক্ষ থেকে ওই এলাকায় স্থায়ী সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য নতুন ভবনের শিলান্যাস করা হয়৷ ধুমধাম করে পুরসভার পক্ষ থেকে নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন এবং ভবনের শিলান্যাস করা হয়। পুরসভার পক্ষ থেকে সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য যে ঘর ভাড়া নেওয়া হয়েছে তা স্থানীয় তৃণমূল নেতা মুকুল মহন্তের। তিনি এলাকায় স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠ বলেই পরিচিত৷ সেই জন্যই ওই বাড়ি ভাড়া নেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির৷ অন্য বাড়ি থাকলেও নিজের কাছের লোককে সুবিধা পাইয়ে দিতে তৃণমূল নেতার বাড়ি ভাড়া নেওয়া হয়েছে বলে অভিযোগ। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রের কথা অনুযায়ী নতুন ভবন করতে ৪ মাস সময় লাগবে৷ তাই আপাতত চার মাসের জন্য ঘর ভাড়া নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে৷ যদিও এনিয়ে বাড়ির মুকুল মহন্ত ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে চাননি৷ 

Next Article