WB Panchayat Polls 2023: মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করার অভিযোগ, বিডিও অফিস চত্বরে শাসক-বিরোধী ধস্তাধস্তি

Rupak Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 19, 2023 | 4:53 PM

WB Panchayat Polls 2023: বাধা দিতেই গঙ্গারামপুর বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়ায়। ঘটনায় শাসক দলের কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় বিজেপি কর্মীদের৷ পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।

WB Panchayat Polls 2023: মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করার অভিযোগ, বিডিও অফিস চত্বরে শাসক-বিরোধী ধস্তাধস্তি
বালুরঘাটে অশান্তি

Follow Us

বালুরঘাট: বিজেপি প্রার্থীকে মনোনয়ন তুলতে বাধ্য করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরেই শাসক দলকে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে। সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিডিও অফিস চত্বরে। এমনকি বিডিও অফিস চত্বরে ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর থানার বিশাল বাহিনী। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। এনিয়ে বিজেপি শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। অন্যদিনে শাসক দল বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে। যদিও গঙ্গারামপুরের বিডিও দেওয়া শেরপা বলেন, “একটু ঝামেলা হয়েছিল। তবে বড় কিছু হয়নি।”

জানা গিয়েছে, গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর এলাকার ২ বিজেপি প্রার্থী আজ মনোনয়নপত্র তুলতে যান। অভিযোগ, বিজেপির ওই দুই প্রার্থীকে জোর করে মনোনয়ন তুলতে বাধ্য করে শাসক দলের দুষ্কৃতীরা৷ দু’জনের মধ্যে নন্দনপুরের ৭ নম্বর বুথের বিজেপি প্রার্থী দীনবন্ধু সরকারকে দিয়ে তাঁর মনোনয়নপত্র জোর করে তুলে নেওয়ানো হয়৷ অভিযোগ, মনোনয়নপত্র তুলতে নিয়ে গেলে বাধা দেয় বিজেপি।

বাধা দিতেই গঙ্গারামপুর বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়ায়। ঘটনায় শাসক দলের কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় বিজেপি কর্মীদের৷ পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। বিজেপির আরও অভিযোগ, রবিবার রাতে গঙ্গারামপুরের পাটন এলাকায় বিজেপি কর্মী বাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগ, শাসকদলের বিরুদ্ধেই। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা নেতৃত্ব।

যদিও তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, বিডিও অফিসে বিজেপি কর্মীরা প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধা দিচ্ছে। বিডিও অফিসের ভেতরে কেউ মনোনয়ন তুলতে এলে তাঁকে বাধা দিতে পারেন না।

Next Article