Abhishek Banerjee: দণ্ডিকাণ্ডের সেই গ্রামের পাশেই আজ অভিষেকের জনসংযোগ কর্মসূচি

Rupak Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

May 02, 2023 | 8:02 AM

TMC: টানা ২ মাস জেলায় জেলায় জনসংযোগে করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে তৃণমূলে নবজোয়ার। ছোট বড় জনসভার পাশাপাশি রাস্তায় জনসংযোগও করছেন তিনি।

Abhishek Banerjee: দণ্ডিকাণ্ডের সেই গ্রামের পাশেই আজ অভিষেকের জনসংযোগ কর্মসূচি
জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি ফেসবুক।

Follow Us

দক্ষিণ দিনাজপুর: মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) জনসংযোগে নামছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জেলার হরিরামপুর ও পতিরামে দু’টি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গঙ্গারামপুরে হবে সান্ধ্য অধিবেশন। সূত্রের খবর, এছাড়াও তপনে আদিবাসী এলাকায় চা চক্রের মাধ্যমে জনসংযোগ করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি খাঁপুরে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের শহিদ বেদীতেও মাল্যদান করবেন তিনি। অভিষেকের জেলা সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সোমবারের পর মঙ্গলবারও বিভিন্ন সভাস্থল পরিদর্শন করেন পুলিশকর্মীরা। সভা ও জনসংযোগের পর সন্ধ্যায় গঙ্গারামপুর স্টেডিয়ামে অধিবেশন রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

এদিন চক সাতিহারে গ্রামবাসীদের সঙ্গেও দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটে দণ্ডিকাণ্ডের ঘটনাস্থলের পাশেই রয়েছে এই চক সাতিহার গ্রাম। সেখানেই আদিবাসী এলাকায় চা চক্রে যোগ দেবেন অভিষেক। টানা ২ মাস জেলায় জেলায় জনসংযোগে করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে তৃণমূলে নবজোয়ার। ছোট বড় জনসভার পাশাপাশি রাস্তায় জনসংযোগও করছেন তিনি। গ্রাম পরিদর্শন, চা চক্রেও জোর দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

যদিও অভিষেকের এই সফরকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির কথায়, “আমাদের দেখে অনুকরণ করছেন। মন্দিরে যাচ্ছেন। লোকের বাড়িতে খাচ্ছেন। লোকের বাড়ি গিয়ে সাজানো খাবার খাচ্ছেন। আমরা খেলে বলা হয় ফাইভ স্টার থেকে খাবার এসেছে। ওনার খাবার কোন স্টার থেকে এসেছে? মা চণ্ডীর সামনে যেমন প্রসাদ দেয়, সেরকম ওনার সামনে খাবার সাজানো। ওনার সভায় তো পুলিশই আছে। আর কে আছে? সাধারণ কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ঢোকার চেষ্টা করলে কি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আসলে উনি উত্তরবঙ্গে ওনার পার্টিটা আছে কি না দেখতে গেছেন।”

Next Article