গঙ্গারামপুর: একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) ২ মে ভোট গণনা। তার আগেই করোনা (Corona) আক্রান্ত হলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী (BJP Candidate) সত্যেন্দ্রনাথ রায়।
২ মে ভোট গণনা কেন্দ্রে প্রবেশের জন্য প্রার্থী সহ দলের এজেন্টদের কোভিড রিপোর্ট নেগেটিভ থাকা বাধ্যতামূলক। সেই মতো শুক্রবার কোভিড টেস্ট করান বিজেপি প্রার্থী। এরপর শনিবার তাঁর রিপোর্ট পজেটিভ আসে বলে খবর। বর্তমানে বাড়িতেই একান্তবাসে রয়েছেন গঙ্গারামপুরের বিজেপি প্রার্থী। এদিকে ভোট গণনার আগের দিন প্রার্থীরকরোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তায় জেলার বিজেপি নেতৃত্ব।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশ অনুযায়ী, রবিবার ভোট গণনা কেন্দ্রে প্রবেশের জন্য কোভিড রিপোর্ট নেগেটিভ থাকা বাধ্যতামূলক। তাই শুক্রবার করোনা টেস্ট করিয়েছিলেন গঙ্গারামপুরের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়।
দলের অন্যান্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এলেও দেখা যায় করোনা আক্রান্ত হয়েছেন প্রার্থী স্বয়ং। এই অবস্থায় রবিবার বালুরঘাট কলেজে হওয়া ভোট গণনা কেন্দ্রে তাঁর জায়গায় নির্বাচনী এজেন্ট থাকবেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিনয় কুমার বর্মন।
আরও পড়ুন: ২ আইনজীবীর মৃত্যু, আক্রান্ত ৭, হাওড়া জেলা আদালতে কাজ বন্ধের সিদ্ধান্ত
এই বিধানসভা ভোটে গঙ্গারামপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদায়ী বিধায়ক গৌতম দাস। বিজেপির প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে লড়াই করছেন সিপিআইএমের নন্দলাল হাজরা।
এদিকে শুক্রবারই পাথরপ্রতিমা বিজেপি প্রার্থী অসিত হালদার করোনা হন। তিনিও নিজের বাড়িতে একান্তবাসে রয়েছেন। তাঁর সঙ্গে থাকা একাধিক বিজেপি কর্মীও করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে।