Gangarampur Case: মাঝরাতে ঘরে ঢুকেছিল পড়শি যুবক, একটা ভুলেই কেলেঙ্কারি কাণ্ড…

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Apr 24, 2022 | 4:48 PM

Gangarampur: রবিবার সকালে বাড়িতে অচেনা মোবাইল ফোন পড়ে থাকতে দেখেই সন্দেহ হয় বাড়ির লোকজনের।

Gangarampur Case: মাঝরাতে ঘরে ঢুকেছিল পড়শি যুবক, একটা ভুলেই কেলেঙ্কারি কাণ্ড...
চোর সন্দেহে যুবককে মার। নিজস্ব চিত্র।

Follow Us

দক্ষিণ দিনাজপুর: চোর সন্দেহে এক যুবককে বাড়ি থেকে তুলে এনে মারধরের অভিযোগ উঠল। অভিযোগ, প্রতিবেশীর বাড়িতে চুরি করার পরিকল্পনা নিয়ে ঢুকেছিলেন ওই যুবক। কিন্তু কোনওভাবে তাঁর মোবাইল ফোনটি ফেলে যান। সেই সূত্র ধরেই এই ঘটনা। পরে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। যদিও অভিযুক্তের দাবি, তিনি পড়শির বাড়িতে গিয়েছিলেন ঠিকই। তবে চুরি করতে নয়। তা হলে কী কারণ? তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। অভিযোগ, শনিবার রাত ২টো নাগাদ বছর ৩৫-এর ওই যুবক প্রতিবেশীর বাড়িতে ঢোকেন। বাড়ির লোকজন টের পান কেউ একজন ঘরে ঢুকেছেন। এরপরই উঠে আসেন তাঁরা। অভিযোগ, ধরা পড়ে যাওয়ার ভয়ে সেই সময় ছুটে পালিয়ে যান অভিযুক্ত যুবক। আর পালানোর সময়ই তাঁর ফোনটি কোনওভাবে পড়ে যায়।

রবিবার সকালে বাড়িতে অচেনা মোবাইল ফোন পড়ে থাকতে দেখেই সন্দেহ হয় বাড়ির লোকজনের। কার এই ফোন, তার খোঁজ চলে। দেখা যায়, পাশের বাড়িরই এক যুবকের ফোন সেটি। এরপর বাড়ির লোকজন ধরে নেন মাঝরাতে চুরি করতেই ঢুকেছিলেন পড়শি। রবিবার সকাল ৭টা নাগাদ অভিযোগকারীরা ওই যুবকের বাড়িতে চড়াও হন। অভিযোগ, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন। মুখে, গালে রক্তারক্তি হয়। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়।

পুলিশ এসে ওই যুবককে গণপ্রহারের হাত থেকে বাঁচান। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যদিও এখনও এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে। অভিযুক্ত যুবকের কথায়, “আমি রাতে এমনিই ওই বাড়ি গিয়েছিলাম। চুরির কোনও প্রশ্নই নেই। আমার মোবাইল ফোনটা পড়ে যায়। ওটা নিয়ে এসেই আমাকে বাড়ি থেকে বের করে এনে মারল। আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে এটা করল।” গঙ্গারামপুর থানার পুলিশ জানায়, অভিযোগ পেলে তারা বিষয়টি খতিয়ে দেখবে।

আরও পড়ুন: CPIM Protest: কিশোরীর রহস্যমৃত্যু, বামেদের থানা ঘেরাও কর্মসূচি ঘিরে তুলকালাম রাইপুরে

Next Article