West Bengal Panchayat Election 2023: জোর করে বিজেপি প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ

Rupak Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 20, 2023 | 5:24 PM

West Bengal Panchayat Election 2023: রাজ্যের একাধিক জেলা থেকে এ ধরনের অভিযোগ আসছে। বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থীদের বি ফ্রম কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। নদিয়ায় সিপিএম প্রার্থীকে অপহরণ করার অভিযোগ ওঠে।

West Bengal Panchayat Election 2023: জোর করে বিজেপি প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ
লাঠি হাতে তাড়া

Follow Us

দক্ষিণ দিনাজপুর: বিজেপি প্রার্থীদের মনোনয়ন জোর করে প্রত্যাহার করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতে। বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনাস্থল থেকে দুটি বাইক ও একটি গাড়িকে পাকড়াও করেছেন বিজেপি রাজ্য সভাপতি। এমনকি দুষ্কৃতীদের ধরতে তৃণমূলের দুষ্কৃতীদের ধরতে লাঠি হাতে তাড়া করতেও দেখা যায় বিজেপির জেলা সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যান্য বিজেপি নেতৃত্বকে। ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর থানার বিশাল বাহিনী।

অভিযোগ, এই এলাকার মহিলা বিজেপির প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য দুষ্কৃতীরা সকাল থেকেই চাপ তৈরি করছে। ওই মহিলা প্রার্থীর নাম রূপালি রায়। তিনি পশ্চিম সুকদেবপুর এলাকা থেকে দাঁড়িয়েছেন৷ এদিন ঘটনার পর বিজেপি নেতৃত্বের তাড়া খেয়ে দুষ্কৃতীরা দুটো মোটরবাইক, একটি গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। সুকান্ত মজুমদার অভিযোগ দায়ের করছেন গঙ্গারামপুর থানায়। গঙ্গারামপুরের বিডিও-কে সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের দলীয় প্রার্থীদের জোর করে মনোনয়ন প্রত্যাহার করানো হলে, আগামী দিনে তারা বড় আন্দোলনের নামবেন।

রাজ্যের একাধিক জেলা থেকে এ ধরনের অভিযোগ আসছে। বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থীদের বি ফ্রম কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। নদিয়ায় সিপিএম প্রার্থীকে অপহরণ করার অভিযোগ ওঠে। ক্যানিংয়ে আবার মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে।

Next Article