হিলি: নগদ সম্পত্তি এই ধরুন কোটি টাকার কাছাকাছি হবে। নাহ! এ তথ্য টিভি৯ বাংলা দিচ্ছে না। খোদ তৃণমূল প্রার্থী জানিয়েছেন নির্বাচন কমিশনকে। এ বার পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে তৃণমূল তাঁদের টিকিটে দাঁড় করিয়েছে কোটিপতি প্রার্থী কৌশিক মাহাতোকে। দক্ষিণ দিনাজপুরের হিলির দুর্গ ধরে রাখতে তাঁর উপরই ভরসা শাসকদলের।
হিলি ব্লকের ধলপাড়া ও বিনশিরা এই দুটি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হওয়া দক্ষিণ জেলা পরিষদের এই আসনটি হেভিওয়েট বলে পরিচিত। বিজেপি এই আসনে প্রার্থী করেছে তাদের সাধারণ সম্পাদক বাপী সরকারকে। যদিও,গত বছর বাপী সরকার বালুরঘাটের একটি আসনে হেরে যান। এবারে ফের ওই আসনে তাঁকে দাঁড় করিয়েছে বিজেপি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ যদি বিজেপির দখলে আসে তবে বাপি সরকারকেই সভাধিপতি করা হতে পারে। অপরদিকে, জয় ছিনিয়ে নিতে বামেরা ভরসা রেখেছে তাদের জেলা কমিটির সদস্য তথা আইনজীবীদের রাজ্য নেতা শিবতোস চট্টোপাধ্যায়ের উপর। বাম শরিকদের মধ্যে হিলিতে আরএসপির সংগঠন শক্তিশালী। তবুও মনোনয়ন পর্বে আরএসপির প্রার্থীর বিরুদ্ধে শিবতোস চট্টোপাধ্যায়কে সিপিআইএম প্রার্থী করায়,পরে আরএসপি ওই আসন থেকে তাদের প্রার্থী প্রত্যাহার করে সিপিআইএমকে ছেড়ে দিয়েছে আসনটি। বাম ও বিজেপি যখন তাদের হেভিওয়েট প্রার্থীদের এই আসনে নামিয়েছে,তখন তৃণমূল নামিয়েছে কোটিপতি প্রার্থীকে।
কী কী সম্পত্তি রয়েছে?
নির্বাচন কমিশনের দেওয়া তথ্যের ভিত্তিতে, কৌশিকবাবুর কাছে রয়েছে নগদ ৫০ হাজার টাকা। ব্যাঙ্কে ১০ লক্ষ টাকা গচ্ছিত রয়েছে। এছাড়াও স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে দু’লক্ষ টাকা। নগদ রয়েছে ২৫ হাজার। শুধু তাই নয়, রয়েছে দু’ভরি সোনার গহনা। জমি ও বাড়ির হিসাব থেকে প্রায় ৭০ লক্ষ কী তার বেশি টাকার সম্পত্তি রয়েছে কৌশিক মাহাতোর।
এখানেই শেষ নয়,বিভিন্ন বিনিয়োগ হিসাবে আট লক্ষ টাকা দেখিয়েছেন ওই তৃণমূল প্রার্থী। তাঁর রয়েছে একটি বাইক ও একটি চার চাকা গাড়ি। নির্বাচন কমিশনকে দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, ওই তৃণমূল প্রার্থী জানিয়েছেন তাঁর বার্ষিক আয় ৫ লক্ষ টাকা। কৌশিক মাহাতো নিজেকে একজন এক্সপোর্টার ও মদের ব্যবসায়ী হিসাবে চিহ্নিত করেছেন। এছাড়া তাঁর একটি গেস্ট হাউসের কথাও উল্লেখ রয়েছে হলফনামায়।
যদিও, তৃণমূলের কোটিপতি প্রার্থীকে তেমন পাত্তা দিচ্ছে না বিরোধীরা। সিপিআইএম প্রার্থীর বক্তব্য, কোটিপতি প্রার্থী টাকা ছিটিয়ে পিকনিক, মিষ্টির প্যাকেট বিলি করলেও ভোটারদের কিনতে পারবেন না। আবার বিজেপি প্রার্থী বাপি সরকারের দাবি, রাজনীতির লড়াইয়ে কোটিপতি,লাখোপতি বলে কোনও ব্যাপার নেই। সেখানে লড়াই শুধুমাত্র রাজনৈতিক। তবে বিরোধীদের কটাক্ষকে ফুৎকারে উড়িয়ে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী কোটিপতি কৌশিক মাহাতো।