Bomb Recover: এলাকা থেকে তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য ছড়ালেও মুখে কুলুপ গ্রামবাসীদের

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 27, 2022 | 2:38 PM

South Dinajpur: পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কেন এই বোমা রাখা হয়েছিল তাও তদন্ত করে দেখছে পুলিশ।

Bomb Recover: এলাকা থেকে তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য ছড়ালেও মুখে কুলুপ গ্রামবাসীদের
বোমা উদ্ধার বংশীহারিতে।

Follow Us

দক্ষিণ দিনাজপুর: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, জেলার জেলায় বোমা উদ্ধারের (Bomb Recover) খবর আসছে। পঞ্চায়েত নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলায় উদ্ধার তাজা বোমা। সোমবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার এলাহাবাদ গ্রামপঞ্চায়েতের কামারপুকুর থেকে ৬টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। তাজা বোমাগুলি একটি বালতির ভিতর রাখা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, বংশীহারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এরপরই তারা বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার ব্যবস্থা করে। যদিও এই বোমা উদ্ধারের ঘটনার পর এলাকা থমথমে। বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি এলাকার একজনও বাসিন্দা। কেন এই রাখঢাক উঠছে, প্রশ্ন। যদিও বোমা উদ্ধারের বিষয়টি জানিয়েছেন পুলিশসুপার নিজেই।

জানা গিয়েছে, এলাকার একটি ফাঁকা জায়গায় বালতিটি রাখা ছিল। পুলিশের কাছে খবর যায়। এরপরই দল নিয়ে সেখানে হাজির হন উর্দিধারীরা। শুরু হয় তল্লাশি। তাতেই উদ্ধার হয় এই বোমা। সোমবার রাতেই বোমা নিষ্ক্রিয় করার ব্যবহার করা হয়। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ।

পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কেন এই বোমা রাখা হয়েছিল তাও তদন্ত করে দেখছে পুলিশ। গ্রামপঞ্চায়েত প্রধান সুলিকা মুর্মু জানান, তাঁর কাছে এরকম কোনও খবর নেই। অন্য কাজে ব্য়স্ত রয়েছেন তিনি। জেনে তারপরই বলতে পারবেন। পুলিশসুপার রাহুল দে বলেন, “সোমবার গোপন সূত্রে খবর পেয়ে এলাহাবাদ পঞ্চায়েত এলাকা থেকে ৬টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলি রাতেই নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”

গত সপ্তাহেই দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় বোমা উদ্ধার হয়েছিল। চলতি মাসের প্রথম দিকেই পূর্ব বর্ধমানের গলসিতে ধানের জমি থেকে উদ্ধার করা হয় বোমা। ভাঙড়ের কাশীপুর থানা এলাকা থেকেও বোমা উদ্ধার হয়েছে চলতি মাসেই। এগুলি হাতে গোনা কয়েকটি উদাহরণ। এর বাইরেও বোমা উদ্ধারের অভিযোগ আসে প্রায়শই। বিরোধীরা বারবারই দাবি করে, এ রাজ্যে বোমা কার্যত কুটির শিল্পের রূপ নিয়েছে। পাল্টা শাসকদলের দাবি, বিরোধীরাই এলাকায় আতঙ্ক তৈরি করতে এসব মজুত করছে। তবে রাজনৈতিক তরজার মাঝে ভোট যত এগোচ্ছে ঘুম উড়ছে সাধারণ মানুষের।

Next Article