Crime in Banshihari: ‘বিয়ের কথা দিয়ে মুখ ফিরিয়েছে প্রেমিকা’, তৃণমূল কাউন্সিলরের মেয়ের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা যুবকের

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

May 06, 2022 | 4:56 PM

South Dinajpur: বংশীহারি এলাকায় ওই নাবালিকার বাড়ি। তিনি স্থানীয় কাউন্সিলরের মেয়ে। যুবকের বাড়ি কুশমণ্ডি এলাকায়।

Crime in Banshihari: বিয়ের কথা দিয়ে মুখ ফিরিয়েছে প্রেমিকা, তৃণমূল কাউন্সিলরের মেয়ের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা যুবকের
বংশীহারি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Follow Us

দক্ষিণ দিনাজপুর: নাবালিকা ‘প্রেমিকা’র সঙ্গে সম্পর্ক খাদের ধারে এসে দাঁড়িয়েছিল। তা নিয়েই রাস্তার ধারে বচসা। এলাকার লোকজন সেই ঝামেলা থামাতে এলে এক যুবকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল। এই ঘটনায় জখম হয়েছেন এক যুবক। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানা এলাকার ঘটনা। জানা গিয়েছে, ওই নাবালিকা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মেয়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার কাছ থেকে প্রেমে প্রত্যাখ্যাত হন ওই যুবক। তা থেকেই আক্রোশ। যদিও নাবালিকার পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই তাদের মেয়েকে ওই যুবক বিরক্ত করছিল। তাদের পাড়ায় ছেলেটির মামার বাড়ি। সম্প্রতি দিল্লি থেকে ফেরেন। এরপর থেকেই উত্যক্ত করা শুরু। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে। তবে ধৃতের পরিবারের দাবি, বলা হচ্ছে সমস্ত দোষ ছেলেটির। এটা বোধহয় ঠিক নয়। দু’পক্ষের সম্মতিতে সম্পর্ক এগিয়েছিল কি না তাও জানা দরকার।

বংশীহারি এলাকায় ওই নাবালিকার বাড়ি। তিনি স্থানীয় কাউন্সিলরের মেয়ে। যুবকের বাড়ি কুশমণ্ডি এলাকায়। ওই নাবালিকার পাড়ায় যুবকের মামার বাড়ি। কিন্তু তিনি ভিন রাজ্যে কাজ করেন। মাস কয়েক আগে বাড়িতে ফিরে সম্প্রতি মামার বাড়িতে যান। অভিযোগ, সেখানেই দু’জনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এমনকী বিয়ের কথাও এগিয়ে গিয়েছিল বলে অভিযোগ।

এরইমধ্যে বৃহস্পতিবার রাতে ওই নাবালিকা টিউশন পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় ওই যুবক তাকে ডেকে নিয়ে যায়। তুমুল কথা কাটাকাটি শুরু হয় দু’জনের মধ্যে। আশেপাশে থাকা লোকজনের নজরে তা পড়ে। যুবককে ধাওয়া করলে হঠাৎই তিনি বন্দুক থেকে পিস্তল বার গুলি চালান বলে অভিযোগ। এলাকার এক যুবক গুলিবিদ্ধ হন। তলপেটে গুলি লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি পিস্তলটিও উদ্ধার করা হয়। এলাকা থেকে গুলির খোল উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বংশীহারি থানার আইসি মনোজিৎ সরকার বলেন, “বৃহস্পতিবার রাতে একটা খবর আসে। এরপরই আমরা দল পাঠাই। জানা যায় এক মেয়ে ও এক ছেলের মধ্যে সমস্যা হয়েছিল। ওদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ায় ওই ছেলেটি মেয়েটাকে আঘাত করতে অস্ত্র নিয়ে এসেছিল। এক রাউন্ড ফায়ারও করেছে। তল্লাশি চালিয়ে অভিযুক্তকে ধরা হয়। অস্ত্রটিও উদ্ধার হয়েছে। গুলি চলায় একটি ছেলে আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমরা সেখানেও গিয়েছি। বাচ্চাটা এখন সুস্থ আছে।”

Next Article