Siliguri: বেআইনিভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগ, দোকানে হানা CIB-র

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 06, 2022 | 4:57 PM

Darjeeling: অভিযোগ, দীর্ঘদিন ধরেই ফুলবাড়ির ওই কোম্পানি সরকারি অনুমোদন ছাড়াই বিক্রি করছিল রেলের টিকিট। যা আইনত অপরাধ বলেই ধার্য করা হয়।

Siliguri: বেআইনিভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগ, দোকানে হানা CIB-র
শিলিগুড়িতে সিআইবি হানা (নিজস্ব চিত্র)

Follow Us

শিলিগুড়ি: এবার সিবিআই-ইডি নয়, সিআইবি-র হানা। অবৈধভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগে শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি থানা এলাকার একটি দোকানে হানা দিল সিআইবি (CIB) বা রেলের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। পাশাপাশি ফুলবাড়ির বাইপাস মোড় লাগোয়া একটি ট্রাভেল কোম্পানিতে অভিযান চালায় তারা।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই ফুলবাড়ির ওই কোম্পানি সরকারি অনুমোদন ছাড়াই বিক্রি করছিল রেলের টিকিট। যা আইনত অপরাধ বলেই ধার্য করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে ক্রেতা সেজে সিআইবির আধিকারিকরা যান। রীতিমতো তাদের কাছেও টিকিট বিক্রি করে দেয় ওই ট্যুর ট্রাভেল এজেন্সির কর্তা তানভির আলম। তাতেই অভিযোগ প্রমাণিত হয় এখান থেকে রেলের টিকিট অবৈধভাবে বিক্রি হচ্ছে।

এরপর মঙ্গলবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সহায়তা নিয়ে সিআইবি এবং আর পিএফ হাজির হয় ফুলবাড়ি বাইপাস মোড়ের ওই ট্যুর এন্ড ট্রাভেলসের দোকানে। সেখানে অভিযান চালান তাঁরা। এই অভিযানে নেতৃত্ব দেন সিআইবির এনজেপির সাব ইন্সপেক্টর বিশাল কুমার। প্রায় দু’ঘণ্টা ধরে সেখানে নানা নথিপত্র, ব্যাংক অ্যাকাউন্ট কম্পিউটার খতিয়ে দেখা হয়। শেষে প্রমাণ মেলে শতশত টিকিট বিক্রির।

উল্লেখ্য, ফুলবাড়ি বাইপাস এলাকায় দীর্ঘদিন ধরেই এই এজেন্সি খুলে বসেছেন তানভির আলম। তার এই সেন্টারে সাইনবোর্ডে সরকারি অনুমোদিত লেখাও রয়েছে। যদিও, অবৈধভাবে রেলের টিকিট বিক্রি করছিলেন তারা। তা নিয়ে উঠছে প্রশ্ন। সিআইবির এক কর্তা জানান নিজের নামে ওই ব্যক্তি অ্যাকাউন্ট খুলে এভাবে সে অবৈধভাবে টিকিট বুকিং চালাচ্ছিলেন। এটা আইনের চোখে অপরাধ।

 

Next Article