Ashok Bhattacharya: ‘বামেরা শূন্য হয়ে যায়নি, তারা আছে, লড়াই করবে!’ মিছিল থেকে দৃপ্ত কন্ঠে বললেন অশোক

Siliguri: অন্যদিকে, কৃষক নেতা হান্নান মোল্লা বলেন, "কৃষি আইন প্রত্যাহার হলেও সব দাবি পূরণ না হলে কৃষকেরা সেখান থেকে সরবে না।"

Ashok Bhattacharya: 'বামেরা শূন্য হয়ে যায়নি, তারা আছে, লড়াই করবে!' মিছিল থেকে দৃপ্ত কন্ঠে বললেন অশোক
শিলিগুড়ির মহা-মিছিলে বাম নেতা-কর্মীরা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2021 | 7:29 PM

শিলিগুড়ি: কাতারে-কাতারে লোক। হাতে লাল পতাকা। সামনের সারিতে রয়েছেন একাধিক বাম নেতৃত্ব ও কর্মীরা। কী দাবি তাঁদের?গোটা রাজ্যের সমস্ত জায়গায় পুরোভোট করতে হবে। আর এই দাবি নিয়ে মহা মিছিলে হাঁটলেন সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য ও কৃষক আন্দোলনের নেতা হান্নান মোল্লা।

আজকের মিছিল থেকে দৃপ্ত কন্ঠে অশোক ভট্টাচার্য বলেন, “বামেরা শুন্য হয়ে যায়নি, বামেরা আছে। লড়াই করবে। আমরা নির্বাচন চাই। এভাবে গায়ের জোড়ে ভোট আটকে রাখা যায় না। ” সঙ্গে এও বলেন, “আজ মহা মিছিলে কয়েক হাজার মানুষের উপস্থিতিই প্রমাণ দিচ্ছে যে বামেরা শেষ হয়ে যায়নি।”

CPIM Rally

মিছিলে বক্তব্য রাখেন কৃষক নেতা হান্নান মোল্লা ও সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য

অন্যদিকে, কৃষক নেতা হান্নান মোল্লা বলেন, “কৃষি আইন প্রত্যাহার হলেও সব দাবি পূরণ না হলে কৃষকেরা সেখান থেকে সরবে না। মৃত কৃষকদের কিছু রাজ্য ক্ষতিপূরণ দিচ্ছে। কিন্তু কেন্দ্র কেন ক্ষতিপূরণ দেবে না? আমাদের দাবিদাওয়া না মেটা অবধি কৃষকেরা সরবে না।” এখানেই শেষ নয়, রাহুল গান্ধীকে কটাক্ষ করে এই কৃষক নেতা বলেন, “আজ রাহুল গান্ধী কৃষকদের কথা বলছেন। কিন্তু আন্দোলন চলাকালীন তাঁরা কিছুই বলেননি।” এই রাজ্যের প্রসঙ্গে বর্ষিয়ান নেতা বলেন, “এই রাজ্যেও কৃষক মরছে। কিন্তু সর্বভারতীয় আন্দোলন আমরা এখানে আনতে পারব না। রাজ্যের কৃষকদের আন্দোলনে নামতে হবে। কৃষকরা ঐক্যবদ্ধ হোন।”

প্রসঙ্গত, পুরভোট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে। আগামী সোমবার এই সংক্রান্ত হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। কিন্তু রাজ্যের শতাধিক পুরসভায় এখনও ভোট বাকি। তা নিয়েই কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে। আগামী সোমবার হলফনামা দিয়ে জানাতে হবে, কবে বাকি পুরসভায় ভোট হবে।

কলকাতার পুরভোট অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন। এমন দাবি জানিয়ে আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। তবে মামলা এখনও গৃহীত হয়নি বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সু্কান্ত মজুমদার। এর আগে একই দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এবার তাঁদের আবেদন, সুপ্রিম কোর্ট যাতে এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়।

আরও পড়ুন: TMC: ‘দিদি বলে দিলেন, সোনার বাংলা গড়তে পারব না’

আরও পড়ুন: Mamata Banerjee: ‘এর পর বলবেন ঘরের মধ্যেও একটা জেলা চাই’, বিধায়কের আবদার শুনে খাপ্পা মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: TMC Meeting in Delhi: অভিষেকের বৈঠকে গরহাজির! শো-কজ় মিমি-নুসরতকে