মশাল মিছিল থেকে গ্রেফতার রাজু, বললেন, ‘পুলিশ সব তৃণমূল হয়ে গিয়েছে!’

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Aug 09, 2021 | 8:46 PM

Raju Banerjee: ৯ থেকে ১৬ অগাস্ট রাজ্যজুড়ে 'পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ' পালনের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। সোমবার সেই কর্মসূচির প্রথম দিনে কলকাতার একাধিক জায়গায় মশাল মিছিল করেন বিজেপি নেতা-কর্মীরা। বিজেপির অভিযোগ, আগে থেকে রাজ্য দফতর ঘিরে রাখে পুলিশ। একই ছবি জেলাগুলিতেও।

মশাল মিছিল থেকে গ্রেফতার রাজু, বললেন, পুলিশ সব তৃণমূল হয়ে গিয়েছে!
নিজস্ব চিত্র

Follow Us

শিলিগুড়ি: রাজ্য বিজেপির ‘পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ’ কর্মসূচির মশাল মিছিল ঘিরে হুলুস্থুল পরিস্থিতি। শিলিগুড়িতে দুই বিধায়ককে নিয়ে মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে গ্রেফতার হলেন বিজেপি নেতা রাজু বন্দ্য়োপাধ্যায়। রাজুর কটাক্ষ, ‘পুলিশ তো নেই আর, পুলিশ সব তৃণমূল হয়ে গিয়েছে।’

৯ থেকে ১৬ অগাস্ট রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ’ পালনের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। সোমবার সেই কর্মসূচির প্রথম দিনে কলকাতার একাধিক জায়গায় মশাল মিছিল করেন বিজেপি নেতা-কর্মীরা। বিজেপির অভিযোগ, আগে থেকে রাজ্য দফতর ঘিরে রাখে পুলিশ। মুরলীধর সেন লেনের মুখেই মিছিল আটকে দেওয়া হয়। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। তাঁদের সঙ্গে পুলিস কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। একই ছবি দেখা যায় জেলাগুলিতেও। অভিযোগ, সেখানেও বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ।

এদিকে এদিন শিলিগুড়িতে রাজু বন্দ্যোপাধ্যায়, শঙ্কর ঘোষ সহ বিজেপি নেতা কর্মীরা মশাল নিয়ে মিছিল করবেন বলায় আপত্তি জানায় পুলিশ। তবে তার মধ্যেই মশাল নিয়ে বের হন রাজুরা। বেশ কিছুক্ষণ মিছিল করার পর বাধা পেয়ে হাশমিচক রাস্তাতেই বসে পড়েন তাঁরা। সেখানেই বসে স্লোগান দিতে থাকেন। শুরু হয় যানজট। পুলিশ বেশ কয়েকবার তাঁদের অবস্থান তুলে নিতে বলে। কিন্তু বিজেপি নেতারা তা না মানায় অবশেষে রাজু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়।

সাংবাদিকদের সামনে রাজু বলেন, “যাঁরা ত্রিপুরায় গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলছেন, তাঁরা আগে পশ্চিমবঙ্গের দিকে নজর দিন। ৪৪ জন বিজেপি কর্মী শুধু নির্বাচনের ফলাফলের পরই খুন হয়েছেন। মা-বোনেদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে। আর তাঁরা ত্রিপুরায় ঘুরতে যাচ্ছেন। বাংলা থেকে চ্যাটার্ড ফ্লাইটে করে গিয়ে শান্ত ত্রিপুরাকে অশান্ত করা হচ্ছে। নিজের রাজ্যে গণতন্ত্র নেই, তারা অন্য রাজ্যে গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন!”

উল্লেখ্য, এদিন বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেন থেকে মশাল মিছিল এগোতে পারেনি। সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি পর্যন্ত এই মিছিলের গন্তব্য হলেও শুরুর আগেই তা থেমে যায়। আটদিন ব্যাপী পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচির প্রথম দিনই ধাক্কা বিজেপি কর্মীদের। আর এই অভিযানকে নাটক বলে কটাক্ষ করেছে শাসক শিবির। আরও পড়ুন: ‘হিংসা ছড়াচ্ছেন,’ উদয়নের বিরুদ্ধে থানায়-থানায় অভিযোগ জানাচ্ছে বিজেপি 

Next Article