North Bengal University: স্লোগানে উত্তপ্ত উত্তরবঙ্গ, এসএসসি কাণ্ডে জড়িত উপাচার্যের পদত্যাগের দাবিতে পথে বিজেপি, পাল্টা আসরে তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 17, 2022 | 2:50 PM

Siliguri: মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পৌঁছান বিজেপি কর্মী সমর্থকরা। ছিলেন দুই বিধায়ক শংকর ঘোষ ও আনন্দ বর্মণ।

North Bengal University: স্লোগানে উত্তপ্ত উত্তরবঙ্গ, এসএসসি কাণ্ডে জড়িত উপাচার্যের পদত্যাগের দাবিতে পথে বিজেপি, পাল্টা আসরে তৃণমূল
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ (নিজস্ব ছবি)

Follow Us

শিলিগুড়ি: উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় । একদিকে ছাত্র-ছাত্রীদের অভিযান, অপরদিকে, বিজেপির অভিযান ঘিরে সাজো-সাজো রব পুলিশের। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অনলাইন পরীক্ষার দাবিতে ইতিমধ্যেই কলেজের পড়ুয়ারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছে। দোসর হয়েছে বিজেপির বিক্ষোভ অভিযানও। এসএসসি কাণ্ডে জড়িয়ে বিভাগীয় তদন্তের মুখে পড়া প্রাক্তন এসএসসি চেয়ারম্যান ও বর্তমান উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacherjee) পদত্যাগের মঙ্গলবার এই অভিযানে উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় রয়েছে পুলিশ-প্রশাসন।

তবে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ-প্রশাসনও। কড়া পুলিশি বন্দোবস্ত করা হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। রাখা হচ্ছে, জলকামান ও র‍্যাফ। বিজেপির তরফে শংকর ঘোষ জানান, ‘এসএসসি-তে চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির জেরে বিভাগীয় তদন্তের মুখে পড়েছেন সুবীরেশ ভট্টাচার্য। এখন তিনি এখানকার উপাচার্য। আমরা চাইছি এই বিভাগীয় তদন্ত চলাকালে তিনি সমস্ত পদ থেকে দূরে থাকুন। একমাত্র ক্লিনচিট পেলে ফের সসম্মানে ফিরে আসুন। কিন্তু তা না হয়েই উপাচার্য বহাল তবিয়তে ঘুরছেন।’ একই সঙ্গে শংকর জানান, ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছুটা জমি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাতে জলের দরে তুলে দেওয়া হচ্ছে। ফলে এদিন অভিযান হবেই।’

মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পৌঁছান বিজেপি কর্মী সমর্থকরা। ছিলেন দুই বিধায়ক শংকর ঘোষ ও আনন্দ বর্মণ। এদিকে, জমি ছেড়ে দেওয়ার পাত্র নয়, তৃণমূলও। তাদের সাফ দাবি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনও রকম অরাজকতা চলবে না। ইউনিভার্সিটিতে ঢুকতেই দেওয়া হবে না বিজেপি বিধায়ক থেকে তাঁদের সমর্থকদের। তৃণমূল ছাত্র পরিষদ অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি করতেই বিজেপির এই আন্দোলন। তাই বিজেপি কর্মী সমর্থকদের ঢুকতে বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদ। গেটে আটকে চলে স্লোগান পাল্টা স্লোগান।

বস্তুত, শিক্ষক নিয়োগ নিয়ে চরম দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটি গত ১৩ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শিক্ষক নিয়োগ মামলায় রিপোর্ট পেশ করে। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে পেশ করা এই রিপোর্টে একাধিক সুপারিশ করা হয়েছে। রিপোর্টে বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয় ৬ জনের বিরুদ্ধে। তার মধ্যে একজন হলেন সুবীরেশ ভট্টাচার্য। বর্তমানে উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি ৪ বছরের বেশি স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) চেয়ারম্যান ছিলেন। যদিও, বাগ কমিটির রিপোর্ট নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তবে সুবীরেশবাবু দাবি করে জানান, তাঁর আমলে শিক্ষক নিয়োগে কোনও দুর্নীতি হয়নি।

Next Article