BJP Rally in North Bengal: উত্তরকন্যার পথে ‘ঢাল’ হয়েছে পুলিশ, মোতায়েন জলকামান
BJP Rally in North Bengal: সেই পথেই ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশ। ইতিমধ্য়েই সেখানে পৌঁছে গিয়েছে বেশ কয়েকটি জলকামান। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। বসানো হয়েছে দ্বিস্তরীয় গার্ডরেল। উত্তরকন্য়া অভিযান 'রুখে' দিতে সক্রিয় রাজ্য পুলিশ।

শিলিগুড়ি: বিজেপির উত্তরকন্যার মিছিলে বজ্র আঁটুনি পুলিশের। নিরাপত্তার মোড়কে শহর। গার্ডরেল থেকে জলকামান, অভাব নেই কিছুরই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনবাত্তি মোড় হয়ে উত্তরকন্যার দিকে যাবে বিজেপির মিছিল।
সেই পথেই ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশ। ইতিমধ্য়েই সেখানে পৌঁছে গিয়েছে বেশ কয়েকটি জলকামান। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। বসানো হয়েছে দ্বিস্তরীয় গার্ডরেল। উত্তরকন্য়া অভিযান ‘রুখে’ দিতে সক্রিয় রাজ্য পুলিশ।
উল্লেখ্য, শিলিগুড়িতে বিজেপির একুশের সভার পাল্টা কর্মসূচিতে শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছিল, সর্বোচ্চ ১০ হাজার মানুষের জমায়েত করা যাবে। তবে অভিযান নয়, মিছিল বা জনসভার আকারে গোটা ব্যাপারটা করা যেতে পারে। তাও সেই মিছিলে ১২০ থেকে ১৫০ জনের বেশি হাঁটতে পারবেন না। এমনকি, সাধারণের যাতে কোনও সমস্যা না হয় ও আইনশৃঙ্খলা বজায় থাকে, সেই কথা মাথায় রাখার পরামর্শ দিয়েই মিছিলের অনুমতি দেয় আদালত।
তবে একদিকে যখন রাজ্যের পদ্মশিবিরকে অনুমতি দিয়েছে আদালত। তারপরেও ঢালের মতো বাড়তি নিরাপত্তার জন্য উত্তরকন্য়াকে ঘিরে রেখেছে পুলিশ বাহিনী।
একুশের পাল্টা বিজেপি কিন্তু একটা কর্মসূচি চালাচ্ছে এমনটা নয়। একদিকে ধর্মতলায় যখন জড়ো হয়েছে গোটা রাজ্যের প্রতিটি স্তরের তৃণমূল নেতা-কর্মীরা। সেই আবহে খড়্গপুর ও উত্তরকন্যায় ভাগ হয়েছে বিজেপির পাল্টা কর্মসূচি। একদিকে নিজের পুরনো গড়ে তৃণমূলের আক্রমণ ‘শহিদ’ হওয়া বিজেপি কর্মীদের শ্রদ্ধাঞ্জলী দিতে উদ্যত্ত হয়েছেন দিলীপ ঘোষ। অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরকন্যা পর্যন্ত অভিযান চালিয়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন।

