শিলিগুড়ি: কোটা মুক্ত বাংলাদেশের দাবিতে চলছে আন্দোলন। ইতিমধ্যেই গিয়েছে শতাধিক প্রাণ। অশান্তির আবহে দেশজুড়ে মোতায়েন সেনা। থমথমে সীমান্ত। সীমান্ত পেড়িয়ে আসছেন বহু ভারতীয়। সীমান্তে আটকে বাংলাদেশি নাগরিকেরাও। এরই মাঝে এদিন ফুলবাড়ি সীমান্ত দিয়ে বহু ভারতীয় বাংলাদেশ ছেড়ে এপাড়ে চলে আসছেন। চিকিৎসাজনিত কারণেও অনেকে বাংলাদেশ থেকে আসছেন। কার্ফু থাকায় আগে বাংলাদেশ থেকে এসে এখন সীমান্তে আটকে আছেন অনেকে।
কেউ কেউ যেমন উদ্বেগ, আতঙ্কে মুখ খুলতে চাননি, তেমনিই কেউ কেউ জানাচ্ছেন ওপারের পরিস্থিতি খুবই সঙ্কটজনক। সে কারণেই অনুমতি নিয়ে কাগজপত্র দেখিয়ে কার্ফু শিথিল হতেই চলে এসেছেন। যাঁরা আটকে আছেন তাদের একাংশের দাবি, কোনওভাবেই তাঁরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ফলে চিন্তায় আছেন। তাঁদের অনেকের মত, মেধার ভিত্তিতেই চাকরী হোক। সাফ বলছেন, আমরা শান্তি চাই দেশে। সরকার জনগণের পাশে থাকুক।
চিকিৎসার কারণে এ দেশে এসেছেন এক বাংলাদেশি ছাত্র। তিনি স্পষ্ট বলছেন, “আমরা কোটার অবসান চাই।” তাঁর দাবি, “আমাদের আন্দোলন চলছে। চাকরি পাচ্ছি না আমরা। বড় সংরক্ষণ মুক্তিযোদ্ধাদের পরিবারের হাতে। তাঁরা ভাতা পান। ছেলে-মেয়েরা চাকরি পেয়েছে। এবার নাতিপুতিরাও চাকরি পাচ্ছে। আর কত?”
তবে প্রতিবেশী দেশে অশান্তির জেরে বিজিবি জওয়ানদের দেশজুড়ে মোতায়েন করায় চিন্তা বাড়ছে বিএসএফেরও। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বিজিবি জওয়ানদের গোটা দেশে মোতায়েন করায় সীমান্তে বিজিবি জওয়ানের সংখ্যা কমতে পারে। সেক্ষেত্রে অনুপ্রবেশের আশঙ্কায় ভারতীয় সীমান্তে বাড়তি জওয়ান মোতায়েন করছে বিএসএফ।