শিলিগুড়ি: মঙ্গলবার শিলিগুড়িতে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই বিজেপি বিধায়কদের ধরনাকে কেন্দ্রকে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা। রীতিমতো জল কামান, টিয়ার গ্যাস নিয়ে হাজির হয়েছে পুলিশ। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায় সোমবার বিকেলে। বিধায়কদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়।
মুখ্যমন্ত্রীর সভার জেরে মাঠ নষ্ট হচ্ছে, এমনই অভিযোগ তুলে ধরনায় বসেছিলেন বিজেপি বিধায়কেরা। বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে এদিন ধরনা শুরু হয়। পরে একে একে ধরনাস্থলে পৌঁছন বিজেপি বিধায়ক মনোজ ওরাও, কুনা ভাঙরা, চিন্ময় দে, কৌশিক রায়। কিছুক্ষণের মধ্যে ধরনা তুলে দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।
মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঞ্ঘা স্টেডিয়ামে সভা রয়েছ মুখ্যমন্ত্রীর। অভিযোগ, ওই মাঠে শীতের সরসুমের ফুটবল লিগের খেলা চলছিল। সেই খেলা বন্ধ করে দিয়ে একাধিক গর্ত খুঁড়ে মমতার সভার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। এটাই শিলিগুড়ির সবথেকে বড় মাঠ। তাই এই মাঠ ব্যবহার করা নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি। তাদের বক্তব্য, যে দল ‘খেলা হবে’ বলে স্লোগান দেয়, সেই দল কেন বিকল্প মাঠের ব্যবস্থা না করে খেলার মাঠ নষ্ট করছে। এই দাবিতেই ধরনা চলছিল সোমবার বিকেল থেকে।
ইতিমধ্যেই স্টেডিয়ামে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, এই স্টেডিয়াম থেকে বিভিন্ন সরকারি সুবিধা প্রধান করা হচ্ছে। ৯ হাজারের মতো লোক আসতে পারে স্টেডিয়ামে। স্টেডিয়ামের সামনের বিধান রোডের বড় অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ কর্মী।