দার্জিলিং: প্রকৃতির রুদ্ররূপে ফের ছারখার উত্তরবঙ্গ। সিকিম, মিরিক, কালিম্পংয়ে বড়সড় ধস। বিপর্যস্ত সিকিমের লাইফলাইন এন এইচ ১০। মিরিকে ধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি। হাওয়া অফিস বলছে দার্জিলিং, কালিম্পং, মিরিকে এদিন টানা বৃষ্টি হবে। পুরোপুরি বন্ধ এনএইচ ১০। তিস্তা বাজার থেকে কালিম্পং পর্যন্ত রাস্তা বন্ধ। ফুঁসছে তিস্তা। পুজোর মুখে বিপন্ন পর্যটন।
সিকিমেও প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি। সিকিমের মঙ্গন চুংথাঙ্গ সহ বিভিন্ন এলাকায় ধস নেমেছে। দার্জিলিংয়ের বিজনবাড়িতে ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি। সেবক থেকে কালিঝোরার মাঝে একাধিক এলাকায় ধস। বিরিকধারা এলাকায় গড়িয়ে নামছে বড় পাথরের চাঁই। রাস্তা মেরামতির কাজে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে বর্ডার রোড অর্গানাইজেশন (BRO)। ঘুরপথে লাভা হয়ে গ্যাংটক যাওয়ার রাস্তা খোলা।
লাল সতর্কতা জারি হয়েছে তিস্তায়। তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে ব্যাপক জলস্ফীতির ফলে তিস্তার মাঝ চড়ে জলে ভেসে আসা কাঠ আনতে গিয়ে আটকে যায় স্থানীয় কয়েকজন। এদের নৌকা করে উদ্ধার করে স্থানীয়রা। প্রসঙ্গত, শুধু উত্তরবঙ্গ নয়, বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গেও। পুজোতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস।