Crossfire: পাচারকারীদের সঙ্গে গুলির লড়াই BSF-এর, উদ্ধার এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 15, 2022 | 11:48 AM

BSF: সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে (প্রায় ২ টো নাগাদ) প্রায় ৩০ জন পাচারকারীর একটি দল সীমান্তবর্তী এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল।

Crossfire: পাচারকারীদের সঙ্গে গুলির লড়াই BSF-এর, উদ্ধার এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ
ফাইল চিত্র

Follow Us

শিলিগুড়ি: ভারত বাংলাদেশ সীমান্তবর্তী (India-Bangladesh Border) ফাঁসিদেওয়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মহম্মদ ইমরান। ওই ব্যক্তি স্থানীয় মুড়িখাওয়া এলাকার বাসিন্দা ছিল। সীমান্তরক্ষী বাহিনীর তরফে দাবি করা হয়েছে, একদল ব্যক্তি সীমান্তে গরু পাচারের চেষ্টা করছিল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। রাতের অন্ধকারে পাচারের চেষ্টা করা হচ্ছিল। সীমান্তরক্ষী বাহিনীও সতর্ক টহলদারি চালাচ্ছিল। সেই সময় প্রহরায় থাকা জওয়ানরা পাচারকারী সন্দেহে ওই দলটিকে বাধা দেওয়ার চেষ্টা করেন। আর তখনই পাল্টা গুলি চালায় পাচারকারীরা। শুরু হয় দুই তরফের গুলির লড়াই৷ এরপর জিরো লাইনে ওই মহম্মদ ইমরান নামে ওই ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। ওই রাতে যে দুইপক্ষের গুলির বিনিয়ম হয়েছিল, সেই কথা জানিয়েছেন বিএসএফ-এর রাধাবাড়ির পিআরও এ কে মিশ্র।

সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে (প্রায় ২ টো নাগাদ) প্রায় ৩০ জন পাচারকারীর একটি দল সীমান্তবর্তী এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল। জানা গিয়েছে, পাচারকারীরা প্রত্যেকেই সশস্ত্র ছিল। মহানন্দা নদীর পাড় দিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানা গিয়েছে। কুয়াশাচ্ছন্ন হওয়ার কারণে এই সময়ে দৃশ্যমানতা কম ছিল, আর সেই সুযোগটিকেই কাজে লাগানোর চেষ্টা করছিল পাচারকারীরা। বিএসএফ জওয়ানরা ওই পাচারকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে গুলির বিনিময় হয় দুই পক্ষের।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় পাচার রোধ করার জন্য সবসময় নজর রাখছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। বিএসএফ-এর নজরদারির ফলে সীমান্তে পাচারের কাজ অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কিন্তু এরও মধ্যে মাঝে মধ্যেই পাচারের চেষ্টার খবর পাওয়া যায়। অতীতে একাধিকবার বিএসএফ-এর তৎপরতায় পাচারের আগেই গ্রেফতার করা হয়েছে পাচারকারীদের। চোরাচালানের বিভিন্ন নতুন নতুন পন্থার পর্দাফাঁস করেছেন বিএসএফ-এর জওয়ানরা। এরই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে পাচারকারীদের সঙ্গে গুলির লড়াই সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের। সূত্রের খবর, সীমান্ত এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল ওই  পাচারকারীরা।

 

Next Article