শিলিগুড়ি : মিড ডে মিলের (Mid Day Meal) খাবার কখনও পাওয়া যাচ্ছে মরা পোকা, সাপ-ব্যাঙ, টিকটিকি, কখনও আবার খাবারের গুণমান নিয়েও উঠছে প্রশ্ন। যা নিয়ে প্রায়শই রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভে নামতে দেখা গিয়েছে অভিভাবকদের। উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য মহলে। চিন্তা বেড়েছে শিক্ষামহলেও। বিতর্কের আবহে এবার নতুন করে পড়ুয়াদের পুষ্টিতে বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার। বরাদ্দ বেড়েছে মিড ডে মিলে। আর শুধু ভাত, ডাল, সোয়াবিন দেওয়া হবে না। এবার পড়ুয়াদের দেওয়া হবে মাংসও। দেওয়া হবে ফলও। সম্প্রতি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। নির্দেশ চলে গিয়েছে সব স্কুলে। সরকারি নির্দেশ পেতেই ফল সহ আরও পুষ্টিকর খাবার দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে শিলিগুড়ির প্রাইমারি স্কুলে। একাধিক সুস্বাদু পদ সহ মিড ডে মিলে ফল পেয়ে খুশি পড়ুয়ারাও। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেওয়া হবে এই খাবার।
সূত্রের খবর, এবার মিড ডে মিলে ৩৭১ কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। পড়ুয়া পিছু বরাদ্দ হয়েছে সপ্তাহে ২০ টাকা। যদিও এখানেই উঠছে প্রশ্ন। সহজভাবে দেখলে সপ্তাহে ৬ টি কাজের দিনে ২০ টাকার হিসাবে প্রতিদিন পড়ুয়া পিছু বরাদ্দ হচ্ছে ৩ টাকা ৩৩ পয়সা। বর্তমানের চড়া বাজারে এই টাকায় কী মাংস, ডিম বা ফল দেওয়া সম্ভব। সেই প্রশ্নও উঠতে শুরু করেছে শিক্ষামহলে। যদিও এদিন বাচ্চাদের হাতে ফল দিতে দেখা গিয়েছে শিলিগুড়ি নেতাজী প্রাইমারি স্কুলে। হাসিমুখে তা নিতেও দেখা গেল পড়ুয়াদের।
শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান দিলীপ রায় বলেন, “শীতকালে পুষ্টির একটু অভাব বাচ্চাদের মধ্যে দেখা যায়। সেটাকে পূরণ করার জন্য আমাদের রাজ্য সরকার নতুন উদ্যোগ নিয়েছে। ঠিক হয়েছে এখন স্কুলে জানুয়ারি থেকে এপ্রিল থেকে অতিরিক্ত কিছু খাওয়ানো হবে। আমাদের বলা হয়েছে। ডিম, মাংস ভাল কিছু সবজি দেওয়া হবে। সঙ্গে কিছু ফল দেওয়ার কথাও বলা হয়েছে। সেই মতো কাজ শুরু হয়ে গিয়েছে। রাজ্যজুড়ে এটা চলছে। আমাদের স্কুলেও এটা চলছে বাচ্চাদের সুবিধার জন্য। তবে আমাদের এখানে মিড ডে মিলে বরাবরই ভাল খাবার দেওয়া হত। কিন্তু, এরমধ্যে সরকার ছাত্র প্রতি আর্থিক বরাদ্দ বাড়িয়েছে। ২০ টাকা করে অতিরিক্ত দেওয়া হচ্ছে। তাতেই আমরা ওদের আরও নতুন নতুন খাবার দেওয়া হচ্ছে। এতে বাচ্চারাও খুব খুশি।”