শিলিগুড়ি: উত্তরবঙ্গে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল রাজ্যপালকে। সাম্প্রতিককালে শাসক দল তথা রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাত চোখে পড়েছে বারবার। আর এবার কালো পতাকা দেখানো হল তাঁকে। উত্তরবঙ্গে সফরে গিয়ে সোমবার আচমকাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হাজির হয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ২৭ জুন উপাচার্যদের নিয়ে বৈঠকের আগে এদিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন তিনি। সেখান থেকে বেরিয়েই বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। বিশ্ববিদ্যালয় থেকে যখন তাঁর কনভয় বেরিয়ে যাচ্ছে, তখন তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে কালো পতাকা নাড়তে দেখা যায় কয়েকজন যুবককে। রাজ্যপালের বিরুদ্ধে স্লোগানও দিচ্ছিলেন তাঁরা।
অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের কিছু সদস্য এদিন এভাবে কালো পতাকা দেখাচ্ছিলেন রাজ্যপালকে। পুলিশ সরিয়ে নিয়ে যায় ওই যুবকদের। তবে এই ঘটনায় বিচলিত নয় তৃণমূল। এমন বিক্ষোভ রাজ্যপালের বিরুদ্ধে আরও হবে বলেও মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
তিনি বলেছেন, “রাজ্যপাল এখান রাম-ফ্রন্টের চেয়ারম্যান। এসব চালিয়ে গেলে আরও কালো পতাকা দেখতে হবে তাঁকে, শুনতে হবে গো ব্যাক স্লোগান।” রাজ্যপাল পদের অপব্যবহার করা হচ্ছে বলেও বোসের বিরুদ্ধে অভিযোগ করেছেন কুণাল ঘোষ।
অন্যদিকে, রাজ্যপালের লেখা বইতে কেন অশোক স্তম্ভ ব্যবহার করা হয়েছে, সেই প্রশ্নও তুলেছেন কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, রাজভবন পাবলিকেশনের আদৌ কোনও ট্রেড লাইসেন্স আছে? কেন তারা ২৩০০ টাকা দামের বই প্রকাশ করল? রাজভবন পাবলিকেশনের মালিক কে? বই-এর মুনাফা কোথায় যাচ্ছে? এ ব্যাপারে তদন্তের দাবি জানিয়েছেন কুণাল।
এদিকে, রাজ্যপাল জানিয়েছেন, ভোটের আগে যে অশান্তির অভিযোগ উঠেছে, সে ব্যাপারে নিজে সব খতিয়ে দেখতেই তাঁর এই উত্তরবঙ্গ সফর।