Governor C V Ananda Bose: ফের রাজ্যপালকে গো-ব্যাক স্লোগান, কালো পতাকা দেখানোর অভিযোগ TMCP-র বিরুদ্ধে

Prasenjit Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 28, 2023 | 2:31 PM

Governor in North Bengal: এ দিন, বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখেই কার্যত ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। দেখানো হল কালো পতাকা।

Governor C V Ananda Bose: ফের রাজ্যপালকে গো-ব্যাক স্লোগান, কালো পতাকা দেখানোর অভিযোগ TMCP-র বিরুদ্ধে
রাজ্যপালের গাড়ি ঘিরে স্লোগান
Image Credit source: Tv9 Bangla

Follow Us

শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে (North Bengal University) রাজ্যপালের সঙ্গে উপাচার্যদের বৈঠক রয়েছে। যার জেরে বিশ্ববিদ্যালয়ে জমায়েত বিভিন্ন কলেজের পড়ুয়াদের। ওই পড়ুয়ারা তৃণমূল ছাত্র পরিষদের বলে সূত্রের খবর। রাজ্যপালকে ঘিরে বিক্ষোভের প্রস্তুতি আগেই নিয়েছিলেন তাঁরা। এবার সি ভি আনন্দ বোস ঢুকতেই তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান দিলেন পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীদের দাবি, বেআইনিভাবে নিযুক্ত ভিসিদের নিয়ে এই বৈঠক তাঁরা মানছেন না।

এ দিন, বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখেই কার্যত ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। দেখানো হল কালো পতাকা। কার্যত গাড়ি নিয়ে ছোটেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু বিক্ষোভের মধ্যে দিয়েই বিশ্ববিদ্যালেয়ের ভিতরে প্রবেশ করেন সি ভি আনন্দ বোস।

আন্দোলনরত এক পড়ুয়া বলেন, “ভিসিরা যখন ঢুকেছে তখন আমরা প্রতিবাদ করেছি। রাজ্যপাল ঢুকলেও প্রতিবাদ করব। এখানে সম্ভবত এগারো জন ভিসি এসেছেন। এই সকল ভিসি চিরকূটের মাধ্যমে নিয়োগ হয়েছেন। তাই এদের কাউকেই আমরা মানছি না।” আরও এক পড়ুয়া বলেন, “উনি শিক্ষা ব্যবস্থার ভাল চাইছেন ভাল কথা। কিন্তু উচ্চ-শিক্ষা দফতরের প্রতিনিধিরা কোথায় রাজ্যপালেন সঙ্গে? এইভাবে উন্নতি করতে পারবেন?”

উল্লেখ্য, রাজ্যের এগারোটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বৈঠকে বসেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির কী অবস্থা, কোথায় খামতি রয়েছে, আর কী কী প্রয়োজন, কী করলে ছাত্রছাত্রীদের পঠন পাঠন আরও ভাল হবে, তা উপাচার্যদের কাছ থেকে জানবেন আনন্দ বোস। শুধু তাই নয়, পড়ুয়াদের স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলিকে আর কীভাবে পরিচালনা করা যায়, সে ব্যাপারেও কথা বলবেন বলেও খবর।

Next Article