শিলিগুড়ি: ভোটের মুখে বিদ্রোহী বিজেপি বিধায়ক। আলাদা রাজ্যের দাবিতে দলের প্রার্থীর বিরুদ্ধে লড়ার ঘোষণা পাহাড়ে। উত্তরের একাধিক বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক। রাজু বিস্তা বা শ্রীংলা বহিরাগত বলেও এদিন আক্রমণ শানান বিজেপির এই বিধায়ক। তাঁর দাবি, জিতব আমিই। ‘দিল্লির নেতারা প্রার্থী হয়ে জিতে সাংসদ হয়ে পাহাড়ে আলাদা রাজ্যের দাবি ভুলে যান। এবার ফের রাজু বিস্তা বা হর্ষবর্ধন শ্রীংলা বিজেপি প্রার্থী হলে ভূমিপুত্র হিসেবে আমি নির্দল প্রতীকে লড়ব। ওদের মনোনয়নের আধা ঘণ্টার মধ্যেই নিজের মনোনয়ন জমা দেব।’ ভোটের মুখে কার্যত এ ভাষাতেই বিস্ফোরক মন্তব্য কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার।
তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। তাঁর দাবি, আলাদা রাজ্যই লক্ষ্য। এ নিয়ে মিথ্যাচার করছেন সুকান্ত মজুমদার। আমাকে একঘরে করার চেষ্টা করছেন। আমি উত্তরবঙ্গ জুড়ে বিজেপি বিধায়কদের নিয়ে একাধিক বৈঠক করছি। তাঁরাও সঙ্গে আছেন। বিজেপি বিধায়ক হলেও লক্ষ্যপূরণে বিজেপির বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে লড়ব নির্দল হয়ে। সিদ্ধান্ত নিশ্চিত। এদিন বিষ্ণু প্রসাদ শর্মা বলেন, ১৬ লক্ষ মানুষ জেলায় আছেন, কাউকেই প্রার্থী বলে যোগ্য মনে হয় না দলের? কেউ নেই? জেলার মানুষকে অযোগ্য ভেবে পরপর চারবার বাইরের লোককে এনে জেতাল দল। আর কতবার?
এখানেই না থেমে তিনি বলেন, রাজ্য সভাপতি আমাকে একঘরে করছেন এসব বলার জন্য। অথচ ওর জেলার বিধায়কেরা আমার সঙ্গে এ নিয়ে বৈঠক করছেন। উত্তরবঙ্গ জুড়েই বহু দলীয় বিধায়কের সঙ্গে আলোচনা এগোচ্ছে। বিষ্ণুর দাবি, স্থানীয় প্রার্থী না পেলে লড়াই করব ভোটে। পাহাড়ে বিজেপির ভোট আমার ঝুলিতেই যাবে। সমতলে রাজবংশী ভোটও আমরাই পাব। আমি ছাড়াও অনেকেই এভাবে নির্দল লড়তে পারেন। লক্ষ্য কোচবিহার থেকে মালদহ আলাদা রাজ্য।