RG Kar Protest in Durga Puja: মহাষষ্ঠীতে মহামিছিলের ডাক, পুলিশ অনুমতি না দিলেও রাস্তায় নামব, গর্জে উঠছেন প্রতিবাদীরা

Prasenjit Chowdhury | Edited By: জয়দীপ দাস

Oct 08, 2024 | 1:38 PM

RG Kar Protest in Durga Puja: পুজোর মুখে জনসাধরণের কথা ভেবে পূর্ণ কর্মবিরতি থেকে সরে এসেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। তবে আন্দোলনের ঝাঁঝ এতটুকুও কমছে না। চলছে অনশন, চলছে অবস্থান, চলছে ধরনা। অন্যদিকে ইতিমধ্যেই আরজি কর কাণ্ডের ৫৬ দিনের মাথায় এ ঘটনায় প্রথম চার্জশিট দিয়েছে সিবিআই।

RG Kar Protest in Durga Puja: মহাষষ্ঠীতে মহামিছিলের ডাক, পুলিশ অনুমতি না দিলেও রাস্তায় নামব, গর্জে উঠছেন প্রতিবাদীরা
প্রতীকী ছবি
Image Credit source: Getty Images

Follow Us

শিলিগুড়ি: পুজোর মধ্যেই নতুন করে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। ধর্মতলায় চলছে অনশন। এদিন সকাল থেকেই রাজ্য়ের সমস্ত মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার জন্য শুরু হয়েছে প্রতীকী অনশন। এরইমধ্যে মহাষষ্ঠীর সন্ধ্যায় শিলিগুড়িতেও ডাক দেওয়া হয়েছে মহামিছিলের। পুলিশ অনুমতি না দিলেও মিছিল হবে জানালেন প্রতিবাদীরা। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে এতদিন যেসব স্বেচ্ছাসেবী সংস্থা পথে নেমেছিল তারাই মহাষষ্ঠীর সন্ধ্যায় আবার শিলিগুড়িতে বাঘাযতীন পার্ক থেকে সন্ধ্যেবেলায় প্রতিবাদ মিছিলে সামিল হবেন।

বাঘাযতীন পার্ক থেকে ওই মিছিল যাবে মহানন্দা বিসর্জন ঘাট অবধি। শিলিগুড়ি আইএমের তরফে চিকিৎসক সজল বিশ্বাস জানান, সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থাকে ডাকা হয়েছে। অরাজনৈতিক মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিল শেষে নদীতে প্রদীপ ভাসিয়ে দেওয়া হবে। পুলিশ যদি অনুমতি না দেয় তাহলেও মিছিল হবে। 

প্রসঙ্গত, পুজোর মুখে জনসাধরণের কথা ভেবে পূর্ণ কর্মবিরতি থেকে সরে এসেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। তবে আন্দোলনের ঝাঁঝ এতটুকুও কমছে না। চলছে অনশন, চলছে অবস্থান, চলছে ধরনা। অন্যদিকে ইতিমধ্যেই আরজি কর কাণ্ডের ৫৬ দিনের মাথায় এ ঘটনায় প্রথম চার্জশিট দিয়েছে সিবিআই। তাতে আবার মূল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলান্টিয়ারকে দেখানো হয়েছে। তা নিয়ে চলছে চাপানউতোর। 

Next Article